National

১ বছরের মধ্যে পথ দুর্ঘটনা অর্ধেকে নামাতে লাগাম ধরছে গুগল

প্রতিদিন পথ দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারান অনেক মানুষ। যার বড় কারণ হল লাগামছাড়া গতি। এবার সেখানেই লাগাম পরাতে এগিয়ে এল গুগল।

অনেক গাড়ির গতিই এমন পর্যায়ে থাকে যা একাধারে নিজের এবং অন্যের বিপদের কারণ হয়। এবার সেই গতিতে লাগাম দিতে এগিয়ে এল গুগল। গুগল ইন্ডিয়া এবং লেপটন সফটওয়্যারের সহায়তায় উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগরের পুলিশ একটি প্রকল্পের সূচনা করেছে।

উত্তরপ্রদেশের ডিজিপি রাজীব কৃষ্ণণ পাইলট প্রোজেক্ট হিসাবে নয়ডার গৌতম বুদ্ধ নগরে এই কর্মসূচিটি শুরু করেছেন। গুগল ম্যাপে ন্যাভিগেশন প্রক্রিয়া চালু রাখলে চালক নিজের গাড়ির গতি দেখতে পাবেন। আবার সেই রাস্তায় গতির সর্বাধিক সীমাও জানতে পারবেন।

গতির সীমা দেখানোর সাথেই গুগল ম্যাপ দুর্ঘটনা প্রবণ এলাকাগুলি সম্পর্কে আগাম সংকেত জারি করবে। শহরের নগরপাল লক্ষ্মী সিং জানিয়েছেন তীব্র গতিতে গাড়ি চালানোই পথ দুর্ঘটনার প্রধান কারণ। সেই প্রবণতা কমাতে প্রতিটি রাস্তায় সর্বোচ্চ গতির নির্দিষ্ট সীমা থাকে।

গুগল ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে চালককে সুরক্ষিত তথা সঠিক যাত্রাপথের নির্দেশ দেওয়াই গুগল ম্যাপের প্রধান উদ্দেশ্য। গৌতম বুদ্ধ নগরের পুলিশ কমিশনারেটের সহযোগিতায় গুগল ম্যাপ এবার চালককে নির্দিষ্ট গতি সম্পর্কে সচেতন করবে। ফলে পথ সুরক্ষা বজায় থাকবে।

সাধারণ মানুষের উপকারে লাগবে এই পরিষেবা বলেই মনে করছেন পুলিশ প্রশাসনের কর্তারা। প্রসঙ্গত প্রতিবছর প্রায় ২২ হাজার মানুষ পথ দুর্ঘটনায় প্রাণ হারান। এই প্রযুক্তির সাহায্যে আগামী বছরের মধ্যে ৫০ শতাংশ অবধি দুর্ঘটনা কমানোই এখন উদ্যোক্তাদের লক্ষ্য। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *