National

গাড়ির ছাদ ভেঙে ঢুকে আটকে পড়ল মরু জাহাজ, বাকিটা ইতিহাস

এ এক আজব কাণ্ড। গাড়ির ছাদ ভেঙে যে মরু জাহাজ এভাবে ঢুকে পড়বে গাড়ির মধ্যে তা বোঝা যায়নি। তারপর যা ঘটল তা খবর হতে সময় নেয়নি।

গাড়িটা হাইওয়ে ধরে ছুটে যাচ্ছিল। মোটামুটি ফাঁকা রাস্তা। সেখানে যেমন গতি থাকা উচিত সেটাই ছিল। কিন্তু বিপদ তো বলে আসেনা। চালক আচমকাই দেখলেন তাঁর সামনে এসে পড়েছে একটি উট।

বড় চেহারার প্রাণি। তাকে এক লহমায় পাশ কাটানো মুশকিল। চালক তাকে বাঁচানোর জন্য ব্রেক কষার চেষ্টা করেন ঠিকই, কিন্তু সময় তেমন পাননি। ফলে গাড়িটি সোজা গিয়ে ধাক্কা মারে উটটিকে।

গাড়ির উইন্ড স্ক্রিন, ছাদ ভেঙে যায়। আর সেই ভাঙা ছাদ দিয়ে কেমন ভাবে যেন গাড়ির মধ্যে আটকে পড়ে উটটি। এমন কাণ্ড দেখে আশপাশের লোকজন ছুটে আসেন।

উদ্ধার করা হয় গাড়ির চালককে। তাঁর আঘাত যথেষ্ট গুরুতর ছিল। তাই তাঁকে যোধপুরের হাসপাতালে পাঠানো হয়। কিন্তু উটটিকে গাড়ি থেকে বার করা যায়নি। স্থানীয়রা সেটা করে উঠতে পারেননি।

উটটি নিজেও কম কসরত করেনি গাড়ির ভিতর থেকে বেরিয়ে আসার। কিন্তু তার অর্ধেক দেহ বাইরে থাকলেও বাকিটা গাড়ির মধ্যেই আটকে থাকে। অগত্যা স্থানীয় প্রশাসনের তরফে একটি জেসিবি মেশিন নিয়ে আসা হয়। সেটির সাহায্যেই অবশেষে তাকে বার করা হয় সেই গাড়ি থেকে।

এভাবে সজোরে গাড়ির ধাক্কা, গাড়ির ভাঙা ছাদ দিয়ে এভাবে গাড়ির মধ্যে ঢুকে আটকে যাওয়া, নিজেকে ছাড়ানোর চেষ্টা, এত কিছুর পরও উটটি ভাগ্যক্রমে তেমন আঘাতপ্রাপ্ত হয়নি। বরং ২ ঘণ্টা এভাবে আটকে থাকার পর মুক্ত হতেই সে ছুট দেয় সামনের খোলা প্রান্তরে। যন্ত্রণা নয়, সে দৌড়ে ছিল মুক্তির আনন্দে। ঘটনাটি ঘটেছে রাজস্থানের যোধপুরের ফালোদি-দেচু রোডে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *