National

বরবধূ নন, এ বিয়ের মুখ্য আকর্ষণ হয়ে গেল ভাজা মুরগির মাংস, তাকে ঘিরেই যত কাণ্ড

যেকোনও বিয়ের প্রধান আকর্ষণ হন যাঁদের বিয়ে হচ্ছে অর্থাৎ বরবধূ। কিন্তু এ বিয়েতে মুখ্য আকর্ষণ হয়ে গেল ভাজা মুরগির মাংস।

বিয়ে বাড়ির সন্ধে। বিশাল প্রাঙ্গণ অতিথিদের ভিড়ে জমজমাট। আলো, আয়োজন, বিয়ের মণ্ডপ, খাওয়াদাওয়া, সব মিলিয়ে বেশ চলছিল সবকিছু। সমস্যা শুরু হল ভাজা মুরগির মাংস আসতেই।

বরযাত্রীরা অভিযোগ করেন কন্যাপক্ষ যথেষ্ট ভাজা মুরগির মাংসের বন্দোবস্ত রাখেনি। ফলে কম পড়ছে। বরযাত্রীদের অভিযোগ পাওয়ার পর আরও ভাজা মুরগির মাংসের ব্যবস্থা করে কন্যাপক্ষ।

অভিযোগ যে বরযাত্রীরা যথেষ্ট ভাজা চিকেন পাওয়ার পর নতুন বিষয় সামনে আনেন। তাঁদের নতুন অভিযোগ ছিল তাঁদের আপ্যায়ন ঠিকমত হচ্ছেনা। এবার কন্যাপক্ষ প্রতিবাদ করে। ২ পক্ষে ঝগড়া বেঁধে যায়।

বরযাত্রীদের চাহিদামত যথেষ্ট ভাজা মুরগির মাংসের ব্যবস্থা দ্রুত করে দেওয়ার পরও নানা অভিযোগ তুলছেন বরযাত্রীরা, কন্যাপক্ষের এই অভিযোগের পাল্টা বরযাত্রীরা বলতে থাকেন তাঁদের আপ্যায়ন করা হচ্ছেনা। ২ পক্ষে কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যায় হাতাহাতি। বিয়ে ওঠে লাটে।

বিয়ের সুন্দর একটা সন্ধে, সাজানো প্রাঙ্গণ তখন রণক্ষেত্র। ২ পক্ষের হাতাহাতি এমন পর্যায়ে পৌঁছয় যে পুলিশ ডাকতে হয়। পুলিশ এসে ২ পক্ষকে শান্ত করে। ২ পক্ষকেই বোঝান পুলিশ আধিকারিকরা।

পুলিশি হস্তক্ষেপে অবশেষ ঠান্ডা হয় পরিস্থিতি। একটা বড় সময় বিয়ে থেমে থাকার পর ফের বিয়ে শুরু হয়। তবে পুলিশ সেখান থেকে নড়েনি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বিজনৌরে।

ভাজা মুরগির মাংস যে এভাবে বিয়ের বরবধূর থেকেও বড় হয়ে যাবে, এমন এক ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি করবে, তা দেখে তাজ্জব দেশবাসী। এই হাতাহাতির ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে সময় নেয়নি।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *