National

সানি, শাহরুখ, সলমন, সব বিক্রি হল ৩৫০ বছরের গাধার মেলায়

এ এক এমন মেলা যা চলে আসছে ৩৫০ বছর ধরে। অথচ এতটুকু তার জৌলুস কমেনি। বরং বেড়েছে। সেখানেই বিক্রি হল সানি, শাহরুখ, সলমনরা।

তখন দিল্লির মসনদে মোগল সম্রাট ঔরঙ্গজেব। তাঁর শাসনকালে শুরু হয় একটি মেলা। গাধার মেলা। যেখানে গাধা নিয়ে হাজির হন বহু মানুষ। ক্রেতাও কম নন। তখন থেকে শুরু হওয়া অনেক কিছুই আজ ইতিহাস।

কিন্তু ৩৫০ বছর ধরে এই গাধার মেলা প্রতিবছর তার পুরো জৌলুস নিয়ে বসে চলেছে। প্রতিবছরই যেন সেখানে মানুষের ভিড় বাড়ছে। ক্রেতা বিক্রেতা ছাড়াও এই আজব মেলা দেখতে বহু সাধারণ মানুষ ভিড় জমান বিশাল মাঠে।

মধ্যপ্রদেশের প্রাচীন শহর চিত্রকূট। যা উত্তরপ্রদেশের সীমান্তে অবস্থিত। সেখানেই প্রতিবছর দীপাবলির পর ৩ দিন ব্যাপী এই মেলার আয়োজন। হয়। প্রতিবছরই এই মেলা ঘিরে মানুষের উৎসাহ নজর কাড়ে। এবারও তার অন্যথা হল না।

দেশের নানা প্রান্তের নানা রাজ্য থেকে গাধা নিয়ে এখানে হাজির হন বিক্রেতারা। এবার ১ কোটি টাকার ওপর গাধা বিক্রি হয়েছে এখানে। গাধাদের আবার নামেই থাকে চমক।

কারও নাম সানি দেওল তো কারও নাম শাহরুখ খান। কারও নাম সলমন তো কারও নাম ক্যাটরিনা। এবার মেলায় শো স্টপার ছিল সানি দেওল। যা দরাদরি করে ১ লক্ষ ৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। এবার ৫ হাজারের ওপর গাধা আনা হয়েছিল বিক্রির জন্য।

মন্দাকিনী নদীর ধারে ৩৫০ বছর ধরে চলে আসা এই মেলার আয়োজন কোনও আলাদা সংগঠন করেনা। এই মেলা দীপাবলির পর বসে। এটাই পরম্পরা। এজন্য স্থানীয় প্রশাসনই সব ব্যবস্থা করে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *