National

নিজের খরচে রাস্তার গর্ত সারিয়েও বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন এক ব্যক্তি

রাস্তায় গর্ত হলে তা সারানোর দায়িত্ব কোনও নাগরিকের নয়। তা সত্ত্বেও এক ব্যক্তি নিজের পয়সা খরচ করে এলাকার রাস্তার গর্ত সারাই করেন। তারপরই হল এক বিচিত্র অভিজ্ঞতা।

তাঁর এলাকার রাস্তায় বিশাল গর্ত। খানাখন্দ ভরা রাস্তায় গাড়ি চলাচল এক বিভীষিকা। দিনের পর দিন সে গর্ত রয়েই গিয়েছিল। সারানোর নাম করছিল না নগর প্রশাসন। অবশেষে এক ব্যক্তি বিরক্ত হয়ে নিজের টাকা খরচ করে ওই গর্ত মেরামতি করেন।

রাস্তার গর্ত কোনও নাগরিকের সারানোর কথাই নয়। এটা প্রশাসনের দায়িত্ব। তা সত্ত্বেও তিনি সে গর্ত মেরামতি করেন। ভেবেছিলেন গর্তটা সিমেন্ট দিয়ে সারানোর পর রাস্তাটা কেবল তাঁর জন্যই নয়, সকলের যাতায়াতের সুবিধা করে দেবে।

নিজে খরচ করে রাস্তা সারাইয়ের পর তা স্থানীয়দের নজরেও পড়ে। অনেকেই বাহবাও জানান। যা নগর প্রশাসনের কাজ তা একজন নাগরিককে করতে হচ্ছে। এটা অবশ্যই দাগ কাটে। কিন্তু এই অভিনব উদ্যোগ স্থায়ী হল মাত্র ১ ঘণ্টার জন্য।

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে বিষয়টি সামনে এসেছে। ঘটনাটি বেঙ্গালুরু শহরের। কথায় বলে বেঙ্গালুরু শহরে ভাল রাস্তা কম। রাস্তায় গর্ত বেশি। সেখানে এক ব্যক্তির নিজের পকেটের টাকা খরচ করে এই সারাই করা গর্তের ওপর সিমেন্ট করা হয়েছিল। তা শুকোতে একটা সময় তো লাগেই।

কিন্তু মাত্র ১ ঘণ্টার মধ্যেই তার ওপর দিয়ে একটি জলের ট্যাঙ্কার অবলীলায় চলে যায়। মেরামত করা গর্তের সিমেন্ট তখনও নরম ছিল। তা জলের ট্যাঙ্কারের চাকার চাপে একদম নষ্ট হয়ে যায়।

ওই জলের ট্যাঙ্কারের চালককে বলা হলে তিনি সাফ জানান এসব কাজ করতে হলে রাতে করতে হবে। সকালে করলে এমনই অবস্থা হবে। এই ঘটনায় উদ্যোগ নিয়ে রাস্তার গর্ত সারিয়ে ফেলা ওই ব্যক্তির টাকা তো জলে গেলই। তার সঙ্গে টাকাকড়ি খরচ করে সকলের ভাল করার চেষ্টা করতে গিয়ে এক বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হলেন তিনি।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *