National

এ পার্ক থেকে মুছে যাচ্ছে বিশ্বের ৭ আশ্চর্যের রেপ্লিকা, আদালতের নির্দেশে শুরু ভাঙার কাজ

বিশ্বের ৭টি আশ্চর্য একই জায়গায় তৈরি করা হয়েছিল। যারমধ্যে পিরামিড, আইফেল টাওয়ার, কলোসিয়ামও রয়েছে। সেসব ভেঙে ফেলার নির্দেশ দিল আদালত।

বিশ্বের ৭টি আশ্চর্য। যা বহুকাল ধরেই মানুষকে অবাক করে। এই তালিকায় রয়েছে স্ট্যাচু অফ লিবার্টি, আইফেল টাওয়ার, পিরামিড, পিসার হেলানো মিনার, ক্রাইস্ট দ্যা রিডিমার বা কলোসিয়াম। আর রয়েছে তাজমহল।

এগুলি সব পাশাপাশি তৈরি করা হয়েছিল। ২০২২ সালে তার ধুমধাম করে উদ্বোধনও হয়। এই পার্ককে তারপর সেভেন ওয়ান্ডার্স পার্ক বলে ডাকা হয়। সেই পার্কের মধ্যে এই বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা আশ্চর্যগুলি দেখতে বহু মানুষ ভিড় জমাতেন।

ছোটরাও এখানে এলে এগুলি দেখে অবাক হত। পার্কটি রাজস্থানের আজমেরে রয়েছে। ১২ কোটি টাকা ব্যয়ে বিশ্বের ৭ আশ্চর্যের রেপ্লিকা তৈরির পর এই পার্কের উদ্বোধন করেন সে সময় রাজস্থানের মুখ্যমন্ত্রী পদে থাকা অশোক গেহলৌত।

২০২৩ সালে বিজেপির কাউন্সিলর অশোক মালিক ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের কাছে একটি অভিযোগ জানান। তিনি জানান এতে এই এলাকার বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে। এখানকার জলভূমি নষ্ট করা হচ্ছে।

ওই বছরই গ্রিন ট্রাইব্যুনাল জানিয়ে দেয় ওখানে দিঘির ধারে তৈরি হওয়া এই ৭ আশ্চর্যের রেপ্লিকা সহ প্যাটেল স্টেডিয়াম, গান্ধী স্মৃতি উদ্যান, ফুড কোর্ট সবই ভেঙে ফেলতে হবে। কারণ তা ওই জলাভূমির বাস্তুতন্ত্রের জন্য ক্ষতিকর।

২০২৫ সালেও সেই নির্দেশ কার্যকর না হওয়ায় ক্ষুব্ধ দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট অসন্তোষ প্রকাশ করার পর এবার শুরু হল ভেঙে ফেলার কাজ। দ্রুত এই কাজ সম্পূর্ণ করতেও নির্দেশ দেওয়া হয়েছে। ফলে যে টানে গত ৩ বছরে মানুষ বিশ্বের সেভেন ওয়ান্ডার্স দেখতে ওই পার্কে হাজির হচ্ছিলেন তা আর থাকবেনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *