National

সামনে এল চকোলেটের প্রধানমন্ত্রী, কত চকোলেট লাগল, শুনলে বিশ্বাস হবেনা

চকোলেটের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখে হতবাক গোটা দেশ। ভারতে এই প্রথম প্রধানমন্ত্রীর চকোলেটের মূর্তি তৈরি করা হল। কত চকোলেট লাগল জানলে চমক লাগতে পারে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামী ১৭ সেপ্টেম্বর জন্মদিন। সেকথা মাথায় রেখে ১৫ জনের একটি ছাত্রছাত্রীদের দল তৈরি করে ফেলল প্রধানমন্ত্রীর চকোলেটের মূর্তি। এঁরা সকলেই চকোলেট ও বেকারির খাবার তৈরি শিখছেন।

ভুবনেশ্বরের ক্লাব চকোলেটের ছাত্রছাত্রী তাঁরা। তাঁরাই এবার বানিয়ে ফেলেছেন প্রধানমন্ত্রীর এই চকোলেটের মূর্তিটি। যা সাদা চকোলেট ও ডার্ক চকোলেট দিয়ে তৈরি করা হয়েছে।

বেশ কয়েকটি অন্যতম সরকারি প্রকল্পের কথাও এই ভাস্কর্যে তুলে ধরা হয়েছে। যারমধ্যে রয়েছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, স্বচ্ছ ভারত অভিযান, প্রধানমন্ত্রী জনধন যোজনার মত প্রকল্পগুলি। বাদ যায়নি অপারেশন সিঁদুরও। আবার মহাকাশে ইসরোর সাফল্যও বাদ যায়নি ছাত্রছাত্রীদের এই ভাবনা থেকে।


প্রধানমন্ত্রীর চকোলেটের মূর্তিটি তৈরি করতে মোট ৭০ কেজি চকোলেট লেগেছে। যার মধ্যে সাদা চকোলেট লেগেছে ১৫ কেজি। বাকি ৫৫ কেজি ডার্ক চকোলেট ব্যবহার করা হয়েছে এটিকে সম্পূর্ণ রূপ প্রদান করতে।

৭ দিনের চেষ্টায় ওড়িশার এই ১৫ ছাত্রছাত্রী মিলে এক অপূর্ব সৃষ্টির জন্ম দিয়েছেন চকোলেট দিয়ে। ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চকোলেটের মূর্তি এই প্রথম তৈরি হল বলেই ভুবনেশ্বরের ক্লাব চকোলেটের পক্ষ থেকে জানানো হয়েছে।

এটি কেবল প্রধানমন্ত্রীকে সম্মান প্রদর্শন নয়, এটি একটি অপরূপ ভাস্কর্যও বটে। যা হয়তো আগামী দিনে চকোলেট দিয়ে এভাবে মূর্তি তৈরিতে বহু মানুষকে উৎসাহ দেবে। শিল্পীদের উৎসাহিত করবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *