২ কপি জেরক্সের খরচ ৪ হাজার টাকা, পঞ্চায়েতে অনুমোদনও পেয়ে গেল বিল
২ কপি জেরক্সের জন্য খরচ পড়েছে ৪ হাজার টাকা। এই বিল একটি পঞ্চায়েত থেকে পাসও হয়ে গেছে। যা নিয়ে সমালোচনার ঝড়ও ওঠে।

জেরক্স তো সকলকেই করতে হয়। ১টা পাতা জেরক্সের খরচ দোকান ভেদে ১ টাকা থেকে ২ টাকা। কোথাও কোথাও তার চেয়ে সামান্য বেশি। কিন্তু যদি বলা হয় ১ কপি জেরক্সের খরচ ২ হাজার টাকা! তাতে এ ভারতের ধনী দরিদ্র নির্বিশেষে আঁতকে উঠবেন।
কিন্তু সেটা বিলে লেখা থাকা সত্ত্বেও সে বিল পাস হয়ে যায় একটি পঞ্চায়েতে। বিলে ১ কপি নয় ২ কপি জেরক্সের খরচ লেখা হয়েছে। ২ কপি জেরক্সের খরচ ৪ হাজার টাকা।
প্রশ্ন উঠছে এটা দেখেও পঞ্চায়েতে সেই বিল পাস হয় কীভাবে? তবে কি দুর্নীতি এই পর্যায়ে পৌঁছে গেছে? বিরোধীরাও এই সুযোগে সুর চড়িয়ে বিরোধিতায় নামে।
ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের শাহদোল জেলার কুদরী গ্রাম পঞ্চায়েতে। এই গ্রাম পঞ্চায়েতে ২ কপি জেরক্সের খরচ ৪ হাজার টাকা বলে দেখানো বিল পাস হয়ে গেছে। এটা কীভাবে সম্ভব হল?
এ নিয়ে খতিয়ে দেখার পর জয়সিংনগর জনপদ পঞ্চায়েতের তরফে জানানো হয় এটা নিছকই সচিব স্তরের ভুল। এই বিল হাতে পাওয়ার পর বোঝা উচিত ছিল যে ভুল লেখা হয়েছে।
২ হাজার কপি জেরক্স ২ টাকা পাতা হিসাবে করা হয়েছে এটা লেখা উচিত ছিল। সেটা সচিবের বিলটি আপলোড করার আগে দেখা আবশ্যিক ছিল। সাফাই যাই হোক, এই বিল পাসের ঘটনা ঘিরে সাধারণ মানুষের মনেও প্রশ্ন জেগেছে।