হার চুরি করার ৯ দিন পর ফেরত দিয়ে গেল চোর, জানাল তার আশ্চর্য অভিজ্ঞতার কথা
একটি হার চুরি করেছিল এক চোর। ৯ দিন পর সেই হার সে ফিরিয়েও দিয়ে গেল। পরিচয় গোপন রেখেও সে জানাল হার চুরির পর তার আশ্চর্য অভিজ্ঞতার কথা।

একটা হার চুরি গিয়েছিল এক বৃদ্ধার। সাধারণ হার নয়। তাঁর বৈবাহিক জীবনের চিহ্ন। যাকে মঙ্গলসূত্রও বলা হয়। সোনার সেই হার চুরি হয়ে যাওয়ার পর ভেঙে পড়েন বৃদ্ধা। সেটা তাঁর বিয়ের চিহ্ন বলে যন্ত্রণাটা হয়তো বেশি ছিল।
বৃদ্ধা গীতা তাঁর অবসরপ্রাপ্ত স্বামী দামোদরনের সঙ্গে বাসে ফিরছিলেন। ফিরে সেই হার তিনি আর পাননি। পুলিশে অভিযোগ জানানো হয়। পুলিশ স্থানীয় হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে সেই হারের ছবি দিয়ে খোঁজ দেওয়ার আর্জিও জানায়। এরপর কেটে যায় ৯টা দিন।
৯ দিন পর সকালে ওই বৃদ্ধা তাঁর বাড়ির বারান্দায় একটি চিঠি পান। সঙ্গে সেই হারটি। তিনি আনন্দে আত্মহারা হয়ে যান। তিনি তাঁর বিয়ের চিহ্ন খুঁজে পেয়েছেন এটা ভেবেই আপ্লুত হয়ে পড়েন বৃদ্ধা।
এদিকে হারের সঙ্গে যে চিঠিটি ছিল সেটি ওই হার চোরের লেখা। সে ওই চিঠিতে লেখে হারটি পাওয়ার পর তার ভালই লেগেছিল। কিন্তু তারপর থেকে যখনই সে হারটি হাতে নিত তখনই একটা অন্যরকম অনুভূতি হতে থাকত তার।
হাতে হারটি থাকার সময় হাতটা সামান্য কাঁপতেও শুরু করত। কেন হচ্ছে এমন? এর উত্তর অনেকবার খোঁজার চেষ্টা করেও ফল হয়নি। তারপর সে দেখে ওই হারটি বৃদ্ধার বিয়ের চিহ্নও। তখনই সে সিদ্ধান্ত নেয় কাউকে এভাবে কষ্ট সে দেবেনা।
হার ফিরিয়ে দিলেও চোর জানিয়েছে তার পরিচয় সে গোপনই রাখতে চায়। যে কদিন ওই হার তার কাছে ছিল সেই কদিনের কষ্টের জন্য বৃদ্ধার কাছে ক্ষমাও চেয়ে নিয়েছে ওই চোর। ঘটনাটি ঘটেছে কেরালার পোইনাচি এলাকায়।