National

হিমালয়ে আবার মেঘ ভাঙা বৃষ্টি, হড়পা বানে ফের মুছে গেল আস্ত গ্রাম

হিমালয়ের কোলে মেঘ ভাঙা বৃষ্টি কয়েকদিন আগেই ধ্বংস করে দিয়েছে হর্ষিল কাছে ধারালি গ্রাম। এবার আর উত্তরকাশী নয়, উপত্যকায় ধ্বংসলীলা দেখাল হড়পা বান।

উত্তরকাশীর হর্ষিলের ধারালি গ্রাম কীভাবে ভয়ংকর মেঘ ভাঙা বৃষ্টি ও হড়পা বানে মুছে গিয়েছিল তা অনেকেই দেখে শিউরে উঠেছিলেন। সেই ছবি মানুষের ঘুম কেড়ে নিয়েছিল। কয়েক মুহুর্তে যে একটা গ্রাম কীভাবে হড়পা বানের অসীম উত্তাল জলরাশির নিচে হারিয়ে যেতে পারে তা ধারালির ছবি দেখিয়ে দিয়েছিল।

সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই ফের হিমালয়ে মেঘ ভাঙা বৃষ্টি ডেকে আনল ধ্বংসলীলা। ফের হড়পা বানের জলরাশি ধুয়ে নিয়ে গেল একটি আস্ত গ্রামকে। এবার অকুস্থল জম্মু কাশ্মীরের কিস্তওয়ার জেলার চাশোতি গ্রাম।

এখানেই মেঘ ভাঙা বৃষ্টি ডেকে আনে হড়পা বান। যার জলের তোড়ে ভেসে যায় গ্রামটি। প্রাথমিক হিসাব বলছে ২৩ জনের প্রাণ কেড়ে নিয়েছে এই হড়পা বান। ৯৮ জনকে উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক। আরও কতজন ভেসে গিয়েছেন তা পরিস্কার নয়। বাড়িঘর মুছে গিয়েছে জলের তোড়ে।


শ্রী মাচাইল যাত্রা এই গ্রাম থেকেই শুরু হয়। কারণ এই গ্রামটি পর্যন্তই গাড়ি যায়। তারপর শুরু হয় কিস্তওয়ারের চণ্ডী মাতার মন্দিরের উদ্দেশে যাত্রা। বহু ভক্ত এই চাশোতি গ্রাম থেকে যাত্রা শুরু করেন। যা এখন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে এই হড়পা বানের পর।

ইতিমধ্যে এনডিআরএফ উদ্ধারকাজ শুরু করেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ যে কতটা তা এখনও পরিস্কার নয়। এটাও পরিস্কার নয় যে কতজন ভেসে গিয়েছেন বা কতজন ধ্বংসস্তূপের তলায় হারিয়ে গেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *