মাটির তলায় মিলল গুপ্তধন, ছুটে এল গোটা গ্রাম
কয়েকজন শ্রমিক একটি জলের পাইপ বসানোর কাজ করছিলেন। সেই সময় মাটির বেশ কিছুটা তলায় তাঁরা চকচকে কিছু দেখতে পান।

গ্রামে জলের পাইপ বসানোর কাজ চলছিল জোরকদমে। মাটি খুঁড়ে তার তলা দিয়ে জলের পাইপ বসানো হবে। সেজন্য মাটি খুঁড়ছিলেন কয়েকজন শ্রমিক। মাটি বেশ কিছুটা গভীর করেই কাটছিলেন তাঁরা। সেই সময় বেলচার কোপ মাটির একটি অংশে পড়তেই কিছু একটা চকচকে মত জিনিস দেখতে পান তাঁরা।
কৌতূহল চরমে ওঠে। তাঁরা এরপর আর একটু আশপাশের মাটি সরাতেই বেরিয়ে আসে একটি ব্যাগ। যাতে অনেকগুলি স্বর্ণমুদ্রা ছিল। গুপ্তধনের সন্ধান পাওয়া গেছে, এ খবর চাপা থাকেনি। গ্রামে ছড়িয়ে পড়ে হুহু করে।
শোনা মাত্র গ্রামবাসীরা সকলে ছুটে আসেন গুপ্তধন দেখার জন্য। এই সময় কয়েকজন ওই কয়েন হাতিয়ে নেওয়ার চেষ্টা করলেও তা রুখে দেয় পুলিশ।
কয়েনগুলি উদ্ধার করে পুলিশ প্রথমে নিজেদের জিম্মায় সংরক্ষিত করে। তারপর তা বিশেষজ্ঞদের হাতে তুলে দেয়। কারণ সেগুলি দেখে বোঝা যাচ্ছেনা সেগুলি কোন সময়ের।
উত্তরপ্রদেশের আলিগড়ে এই গুপ্তধন পাওয়ার পর পুলিশ প্রথমে সেগুলি আদৌ সোনার কিনা তা যাচাই করতে স্থানীয় এক স্বর্ণ ব্যবসায়ীর কাছে পাঠায়। তিনি সেগুলি পরীক্ষা করে নিশ্চিত করেন মুদ্রাগুলি সোনারই।
তারপরই তা বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয় তার সময়কাল জানার জন্য। এই ঘটনা অবশ্য নতুন নয়। ভারতের বিভিন্ন কোণায় মাটির তলা থেকে বহুমূল্য গুপ্তধন উদ্ধার হয়েছে। সে তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের নামও।