দেশের দর্শনীয় স্থানে দেশের মানুষের ছড়ানো জঞ্জাল সাফ করলেন বিদেশি পর্যটক
দেশের মানুষের হুঁশ নেই। তাঁরা ঘুরতে এসে নিজের দেশের দর্শনীয় স্থানেই দেদার জঞ্জাল ফেলে গেছেন। আর তা দেখে সাফ করতে নেমে পড়লেন এক বিদেশি পর্যটক।

এ ছবি দেশের কিছু মানুষের দায়িত্ববোধ, পরিচ্ছন্নতা বোধ, সমাজ বোধকে নাড়া দেয়। নিজের দেশের একটি সুন্দর স্থান। যেখানে পর্যটকের ভিড় লেগে থাকে, যেখানে প্রকৃতি তার অপার সৌন্দর্য ছড়িয়ে রেখেছে। সেখানে ঘুরতে এসে দেশের মানুষই যদি সেখানে দেদার জঞ্জাল ফেলেন, তাহলে তা আখেরে দেশের ভাবমূর্তিকেই ক্ষুণ্ণ করে।
হিমাচল প্রদেশের কাঙরায় প্রকৃতির মাঝে একটি পাহাড়ি ঝর্ণার কাছে অনেকেই বেড়াতে আসেন। সেখানেই এক বিদেশিকে দেখা গেল তিনি পাথরের খাঁজ, জলের ধার থেকে জঞ্জাল সাফ করছেন।
এক ব্যক্তির ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়েছে। ওই বিদেশিকে বলতেও শোনা গেছে তাঁর সময় থাকলে তিনি সেখানে সারাদিন বসে থাকতেন, আর এখানে জঞ্জাল ফেলতে মানা করতেন। একটা নীল তোয়ালে কোমরে জড়িয়ে তিনি জঞ্জাল সাফ করতে থাকেন। ওখানেই আশপাশে অনেক ভারতীয় পর্যটক এসেছিলেন।
নিজের দেশের সুন্দর পর্যটনক্ষেত্রে যত্রতত্র প্লাস্টিক থেকে নানা কিছু ফেলে ছড়িয়ে চলে যাওয়ার প্রবণতা নতুন নয়। এটা যে দেশের সকলের প্রবণতা তা নয়। একাংশের মানুষ আছেন যাঁরা এভাবেই যেখানে যা পারলেন ফেলে চলে যান।
যা সেই জায়গার সৌন্দর্য নষ্ট করে। প্রকৃতির বুকে ছড়িয়ে দেয় দূষণ। একজন বিদেশি ভারতে ঘুরতে এসে সেই জঞ্জাল সাফ করে দিলেন। এটা দেশের অবিবেচক পর্যটক থেকে প্রশাসন সকলের জন্য একটা বার্তা দিয়ে গেল।