National

দেশের পরিবহণ ব্যবস্থায় যুগান্ত আনতে অভিনব পথে হাঁটল সরকার

ভারতের প্রচুর ট্রাক ছুটছে। সবই জ্বালানি তেলে চলছে। আগামী দিনে আর তেলে চলা নয়, অভিনব সব ট্রাক ভারতের রাস্তায় চাইছে সরকার। এজন্য নজরকাড়া পদক্ষেপ নিল তারা।

ভারতে সড়কপথে পণ্যপরিবহনের ক্ষেত্রে ট্রাক বড় ভূমিকা নেয়। এই ট্রাকগুলি সবই প্রায় ডিজেল চালিত। যা থেকে ক্ষতিকারক গ্রিন হাউস গ্যাস নির্গত হয়। যা বিশ্ব উষ্ণায়নের এক অন্যতম কারণ।

ভারত সরকার এই ডিজেল চালিত ট্রাক থেকে ভারতীয় সড়ককে মুক্ত করতে চায়। এজন্য এবার তারা নজর দিল ডিজেল চালিত নয়, ইলেকট্রিক ট্রাক ভারতীয় সড়কে ছড়িয়ে দিতে।

এজন্য প্রধানমন্ত্রী ই-ড্রাইভ উদ্যোগকে সামনে আনছে কেন্দ্র। এই ই-ড্রাইভ প্রকল্পের আওতায় কেন্দ্র ইলেকট্রিক ট্রাক কেনার ক্ষেত্রে ফিনান্সিয়াল ইনসেন্টিভের রাস্তায় হাঁটল। এই প্রকল্পে সর্বোচ্চ ৯ লক্ষ ৬০ হাজার টাকা পর্যন্ত ফিনান্সিয়াল ইনসেন্টিভ পাওয়া যেতে পারে।

প্রতি ই-ট্রাকের ক্ষেত্রে এই ফিনান্সিয়াল ইনসেন্টিভ প্রযোজ্য। এতে ই-ট্রাক কেনার উৎসাহ বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। এই প্রথম ই-ট্রাক কেনার ক্ষেত্রে এমন এক ফিনান্সিয়াল ইনসেন্টিভ চালু করল কেন্দ্র।

কেন্দ্রীয় ভারী শিল্প ও ইস্পাত মন্ত্রী এইচডি কুমারস্বামী জানিয়েছেন, ভারত জুড়ে পরিচ্ছন্ন ও দীর্ঘস্থায়ী মালবাহী গাড়ি চলাচলের লক্ষ্যেই এই উদ্যোগ। যা বিকশিত ভারত ২০৪৭-এর লক্ষ্য পূরণে সাহায্য করবে।

ই-ট্রাক ভারতে মালবাহী গাড়ি থেকে গ্রিন হাউস গ্যাস নির্গমন রুখতে সাহায্য করবে। ২০৭০ সালে কোনও ক্ষতিকারক গ্যাস নির্গমনকে একদম শূন্য করার যে লক্ষ্যমাত্রা স্থির হয়েছে তা বাস্তবায়িত করতে সহায়ক ভূমিকা নেবে এই উদ্যোগ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *