ওয়েব সিরিজ পঞ্চায়েতের ফুলেরা গ্রামের এ কি অবস্থা, আসল গ্রামের হাল বেহাল
ওটিটি-তে যত ওয়েব সিরিজ রয়েছে তার মধ্যে অতি জনপ্রিয় হল পঞ্চায়েত। সেই পঞ্চায়েতে দেখানো ফুলেরা গ্রামের বাস্তব ছবি দেখে আঁতকে উঠলেন অনেকে।

পঞ্চায়েত ওয়েব সিরিজ বহু মানুষের মন জয় করে নিয়েছে। যার চতুর্থ সিজন ইতিমধ্যেই দেখা যাচ্ছে। এই ওয়েব সিরিজ যে গ্রামকে কেন্দ্র করে তৈরি হয়েছে সেই ফুলেরা গ্রামটি বাস্তবেই রয়েছে। যার খোঁজ পাওয়া গিয়েছে বেশ কিছুদিন আগে। নামটা অবশ্য ফুলেরা নয়।
সে গ্রামের আসল নাম মাহোদিয়া। মধ্যপ্রদেশের সেহোর জেলার এই গ্রামকেই পঞ্চায়েত ওয়েব সিরিজে ফুলেরা বলে দেখানো হয়েছে। যেখানে সচিবজি, প্রধানজি, ভূষণজি, রিঙ্কি, প্রহ্লাদ ভাই এবং অন্যদের নিয়ে আবর্তিত হচ্ছে কাহিনি।
সিরিজে ফুলেরা বলে গ্রামটির যেখানে পঞ্চায়েত অফিস, পাঠাগার, জলের ট্যাঙ্ক ইত্যাদি দেখা যাচ্ছে, বাস্তবে মাহোদিয়া গ্রামেও সেটাই রয়েছে। মাহোদিয়া গ্রামে গেলে মনে হবে এতো ফুলেরা গ্রাম! সেই পঞ্চায়েতের ফুলেরা আর মাহোদিয়া হুবহু এক।
এবার বাস্তবের ফুলেরা মানে মাহোদিয়ার সেই পঞ্চায়েত অফিসের সামনের একটি ছবি ছড়িয়ে পড়েছে। যেখানে বর্ষাকালের মাহোদিয়ার আসল চিত্রটা ফুটে উঠেছে।
পঞ্চায়েত অফিসের সামনেটা কাদায় ভরে রয়েছে। রাস্তাটা নেই বললেই চলে। সেটা একটা কাদামাটির জায়গা। রাস্তা কিনা বলে দিতে হবে। ফুলেরা বা মাহোদিয়া থেকে যে পথটা হাইওয়ের দিকে গেছে সেই পথটার হালও একই।
এই দুর্দশাগ্রস্ত গ্রামের চেহারা দেখে অনেকেই অবাক। কারও প্রস্তাব পঞ্চায়েত যাঁরা বানাচ্ছেন সেই সংস্থার উচিত ওয়েব সিরিজ থেকে পাওয়া লভ্যাংশের কিছুটা দিয়ে মাহোদিয়ার এই অবস্থার উন্নতি করা। কারও প্রস্তাব স্থানীয় প্রশাসনের উচিত অবিলম্বে ব্যবস্থা নেওয়া।
ইতিমধ্যেই ফুলেরা নামে মাহোদিয়াকে সারা ভারতের মানুষ চিনে গেছেন। অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে এই গ্রাম। সেই গ্রামের বাস্তব দুরবস্থা অনেককেই চমকে দিয়েছে।
কেউ কেউ তো মজা করে বলছেন এই কারণেই প্রধানজি এবার হেরে গেলেন। প্রসঙ্গত পঞ্চায়েত ওয়েব সিরিজের চতুর্থ ভাগে এবার ফুলেরার পঞ্চায়েত নির্বাচনে প্রধানজি পরাজিত হয়েছেন। জয়ী হয়েছেন বকলমে ভূষণজি।