National

তাঁকে ১ কোটি টাকা দিয়ে বিজেপিতে আনা হয়েছে, প্যাটেল নেতার চাঞ্চল্যকর অভিযোগ

বিজেপিতে যোগ দিয়েই গেরুয়া শিবিরের বিরুদ্ধে তোপ দাগলেন পাতিদার আন্দোলনে হার্দিক প্যাটেলের পাশে থাকা নরেন্দ্র প্যাটেল। সাংবাদিক সম্মেলন ডেকে এদিন নরেন্দ্র প্যাটেল অভিযোগ করেন তাঁকে হার্দিকের সঙ্গে ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার জন্য ১ কোটি টাকা অফার করে বিজেপি। তারমধ্যে ১০ লক্ষ টাকা ৫০০ টাকার বান্ডিলে দিয়েও দেওয়া হয়। বাকি রয়েছে ৯০ লক্ষ টাকা। যা সোমবার দেওয়ার কথা ছিল বিজেপির। কিন্তু তিনি বুঝতে পারছেন তিনি যে পদক্ষেপ করেছেন তা পাতিদার আন্দোলনের জন্য বিশ্বাসঘাতকতার সামিল।

এদিন সাংবাদিক সম্মেলনে এই পুরো ঘটনায় এক প্রাক্তন পাতিদার আন্দোলনকর্মীর দিকেই আঙুল তুলেছেন নরেন্দ্র প্যাটেল। তাঁর দাবি, বরুণ প্যাটেল কিছুদিন আগে বিজেপিতে যোগ দিয়েছেন। তিনিই বিজেপির তরফে এই টাকাপয়সার লেনদেন করেন। বিজেপির দেওয়া টাকা বলে বেশ কয়েকটি ৫০০ টাকার বান্ডিলও তুলে ধরেন নরেন্দ্র প্যাটেল। তিনি এও বলেন যে তাঁকে অগ্রিম হিসেবে ১০ লাখ টাকা দেওয়া হয়েছিল। বাকি ৯০ লাখ টাকা আজকের মধ্যে দেওয়ার কথা ছিল। কিন্তু পুরো রিজার্ভ ব্যাঙ্কের টাকা দিলেও তাঁকে কেনা যাবে না। বরুণ প্যাটেল ও বিজেপির মুখোশ খুলে দিতেই তিনি সেই টাকা নিয়ে গেরুয়া শিবিরে যোগ দিতে রাজি হয়ে যান। যদিও এই অভিযোগ নিয়ে বিজেপি কোনও প্রতিক্রিয়া দেয়নি।

এদিকে গুজরাটে প্যাটেল সংরক্ষণের দাবিতে আন্দোলন করে লাইমলাইটে উঠে আসা ২৪ বছরের তরুণ নেতা হার্দিক প্যাটেল যে আসন্ন গুজরাট নির্বাচনে বড় ফ্যাক্টর তা বিলক্ষণ জানে কংগ্রেস ও বিজেপি। তাই দুপক্ষই চাইছে হার্দিককে নিজেদের দলে নিয়ে আসতে। রাহুল গান্ধী ইতিমধ্যেই হার্দিক প্যাটেলকে কংগ্রেসে যোগ দেওয়ার খোলাখুলি অফার দিয়ে রেখেছেন। এদিন গান্ধীনগরে রাহুল গান্ধীর জনসভার আগে হার্দিক প্যাটেল তাঁর সঙ্গে দেখা করেন বলেও খবর ছড়িয়ে পড়ে। যদিও সেই ঘটনা অস্বীকার করেছেন হার্দিক।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *