National

আবহাওয়ার পূর্বাভাসে বিশেষ ব্যবস্থা, এক্ষেত্রেও বিশ্বসেরার আসনে ভারত

আবহাওয়ার পূর্বাভাস যত সঠিক হবে, ততই মঙ্গল। সেক্ষেত্রে নির্ভুল পূর্বাভাসের পথে এগিয়ে যেতে ভারত এবার এক নতুন প্রযুক্তিকে হাতিয়ার করল। যা বিশ্বসেরা।

কোথাও কি প্রবল বৃষ্টি হতে চলেছে? কোথায় ঘূর্ণিঝড় চোখ রাঙাচ্ছে? প্রকৃতি বিরূপ হওয়ার আগেই কোথায় মানুষ, গবাদিপশু ও ক্ষেত জমি সুরক্ষিত করা দরকার! বিমান ওড়ার ক্ষেত্রে আবহাওয়া কোন পথে যাচ্ছে? সবই নিখুঁত করে জানতে পারলে তা উপকার করবে।

এছাড়া দেশের সুরক্ষা থেকে বিপর্যয় মোকাবিলা, কৃষিক্ষেত্র থেকে কোথায় বন্যা হতে চলেছে জানা বা জলপথ ব্যবহার কতটা সুরক্ষিত তা আগে থেকেই জানিয়ে দেবে ভারতের নতুন এই ব্যবস্থা। যা ইতিমধ্যেই বাস্তবায়িত হয়েছে।


ভারত ফোরকাস্ট সিস্টেম নামে এই ব্যবস্থা দেশিয় প্রযুক্তিতে তৈরি। যা বর্ষার গতিবিধির ওপর কড়া নজর রাখবে। ৬ কিলোমিটার রেজোলিউশন এলাকা জুড়ে এই পূর্বাভাস ব্যবস্থা কাজ করবে। যা বিশ্বে এই প্রথম কোনও দেশ বাস্তবায়িত করল।

দেশের বিভিন্ন ক্ষেত্রেই আবহাওয়া এক বড় ভূমিকা পালন করে। আবহাওয়ার ওপর অনেককিছু নির্ভরশীল। আঞ্চলিক স্তরে আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে এই ব্যবস্থা দারুণ কার্যকরি হবে বলেই মনে করা হচ্ছে। যা দেশের অর্থনীতিকে শক্তিশালী করবে।


আগে থেকে সঠিক পূর্বাভাস পেয়ে গেলে কৃষকরাও সহজেই ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। তাঁরা তাঁদের মত করে ফসল রক্ষার ব্যবস্থা করতে পারবেন।

আবার সাইক্লোনের খবর অনেক আগে থেকে পাওয়া গেলে যাঁদের জীবনের ঝুঁকি থাকবে তাঁদের অনেক আগে থেকে সরিয়ে নিয়ে যাওয়া, সম্পত্তি রক্ষার বন্দোবস্ত করা, গবাদিপশুদের সরিয়ে নিয়ে যাওয়ার কাজগুলি করা যাবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *