খরচা সরকারের, শিক্ষামূলক ভ্রমণে জার্মানি গেল সরকারি স্কুলের ২২ মেধাবী পড়ুয়া
শিক্ষামূলক ভ্রমণ বা এডুকেশনাল ট্যুরের অভিজ্ঞতা স্কুল জীবনে অনেক ছাত্রছাত্রীরই থাকে। কিন্তু সে ভ্রমণ বিদেশে হয়না। এবার সে রাস্তাও খুলে গেল।

ছাত্র জীবনে শিক্ষামূলক ভ্রমণ এক অনন্য অভিজ্ঞতা। জীবনে একজন মানুষ নানা জায়গায় ঘোরেন। কখনও বেড়াতে যান। কখনও কর্মসূত্রে কোথাও হাজির হন। কিন্তু শিক্ষামূলক ভ্রমণের অভিজ্ঞতা তাঁর মনের মণিকোঠায় আলাদা একটা জায়গা নিয়ে থাকে।
এই শিক্ষামূলক ভ্রমণ খুব দূরে হয়না। হয়তো ১ বা খুব বেশি হলে ২ রাতে জন্য যাওয়া। শিক্ষক শিক্ষিকারা জায়গাটা ঘুরিয়ে দেখান। নতুন কিছু শেখান। সেই চিরাচরিত ভাবধারা থেকে বেরিয়ে এবার ২২ জন মেধাবী পড়ুয়া পাড়ি দিল জার্মানি।
পুরো রাজ্য থেকে এই ২২ প্রতিভাবান পড়ুয়াকে বেছে নিয়ে তাদের বিদেশ পাঠাল রাজ্যসরকার। পুরো খরচও বহন করল রাজ্যসরকার। এজন্য ৩ কোটি টাকা খরচ করল তামিলনাড়ু সরকার। ৭ দিনের জন্য জার্মানি গেল সে রাজ্যের ২২ পড়ুয়া।
কি কি দেখবে তারা? জার্মানিতে তারা মিউনিখ শহর ঘুরে দেখবে। শহর পরিক্রমা তো রয়েছেই, তার সঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে দেখবে তারা। ঘুরবে বিএমডব্লিউ মিউজিয়াম, দাচাউ কনসেন্ট্রেশন ক্যাম্প, ডয়চে মিউজিয়াম, সোয়ারভস্কি ক্রিস্টাল ওয়ার্ল্ড সহ নানা জায়গা।
তামিলনাড়ু সরকারের তরফে মেধাবী পড়ুয়াদের শিক্ষামূলক ভ্রমণে বিদেশে পাঠানো অবশ্য নতুন নয়। এর আগে রাজ্যের মেধাবী পড়ুয়াদের সংযুক্ত আরব আমিরশাহী, মালয়েশিয়া, জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া ও হংকং-এ বিভিন্ন সময়ে পাঠিয়েছে তামিলনাড়ু সরকার।
এই উদ্যোগ অবশ্য অন্য রাজ্যসরকারগুলিকেও তাদের রাজ্যের মেধাবী পড়ুয়াদের বিদেশে পাঠাতে উৎসাহ দেবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা