National

বিমানে নয়, কিন্তু আকাশে ভেসে মাছ যাবে মানুষের কাছে, পথ দেখাচ্ছে ভারত

আকাশপথে মাছ নিয়ে যাওয়ার সহজ উপায় হল বিমানে নিয়ে যাওয়া। কিন্তু বিমানে করে এ মাছ যাবেনা। অথচ উড়ে যাবে। তাও আবার জ্যান্ত।

মাছ বাজারে অনেক পাওয়া যায়। কিন্তু জ্যান্ত অবস্থায় তা পাওয়া বেশ দুষ্কর। তাকে জলে রেখে বাঁচিয়ে রাখতে হয়। তাও সময় সময় থাকেনা। জল অপর্যাপ্ত হলে মাছকে বাঁচানো মুশকিল। সেই মাছ বিভিন্ন জায়গায় পৌঁছে যায় সড়কপথে। তাতে সময় অনেক বেশি লাগে।

মাছ নষ্ট হওয়ার ভয়ও থাকে। আর মাছকে জীবন্ত রাখা তো প্রায় যায়না বললেই চলে। এবার এসব চিন্তা থেকে মুক্ত করে মানুষকে জ্যান্ত মাছের স্বাদ পাওয়াতে আকাশপথ বেছে নিল খোদ সরকার।


সরকারের তরফেই এবার আকাশপথে মাছ পৌঁছবে বিভিন্ন জায়গায়। বাজারেই পৌঁছবে বা মাছ বিক্রি হয় এমন জায়গায় পৌঁছবে। আর তা বিমান নয়, যাবে ড্রোনে চেপে।

এজন্য বিশেষ ধরনের ড্রোনের ব্যবস্থা করেছে সরকার। যা ৭০ কেজি পর্যন্ত মাছকে জ্যান্ত অবস্থায় পৌঁছে দেবে বিভিন্ন জায়গায়। বিশেষত সেসব জায়গায় সেখানে সড়কপথে সহজে পৌঁছনো যায়না।


অর্থাৎ দুর্গম জায়গা, পাহাড়ি জায়গা, উপত্যকা, প্রত্যন্ত গ্রাম এমন সব জায়গায় আর সড়কপথের ওপর ভরসা না করে সরকার মাছ পৌঁছে দিতে বেছে নিচ্ছে আকাশপথ। ড্রোন দিয়ে নিয়ে যাওয়া হবে মাছ।

ফলে সেখানকার বাসিন্দারাও সহজে মাছ পাবেন। তাও আবার জীবন্ত। পরিকাঠামো তৈরি করতে পারলে যে ভারতের সব প্রান্তেই মাছ এভাবে সহজে পৌঁছে দেওয়া সম্ভব তা মেনে নিচ্ছেন বিশেষজ্ঞেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button