ভারত কি পাকিস্তানকে যোগ্য শিক্ষা দিতে পেরেছে, কি বলছে সমীক্ষা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত কি পাকিস্তানকে যোগ্য শিক্ষা দিতে পেরেছে। দেশের সাধারণ মানুষ কি বলছেন। সামনে এল আইএএনএস ও ম্যাট্রিজ নিউজ কমিউনিকেশনস-এর সমীক্ষা রিপোর্ট।

পাকিস্তান পরমাণু শক্তিধর দেশ। তারাই দিনের পর দিন ধরে তাদের মাটিতে জঙ্গিদের সাহায্য করেছে। জঙ্গিদের আশ্রয় দিয়েছে। তাদের মাটিতে জঙ্গি শিবির চালাতে দিয়েছে। যারা পাকিস্তান থেকে পহেলগামের মত নারকীয় ঘটনা ঘটিয়েছে।
এই হামলার পর পাকিস্তানকে যোগ্য শিক্ষা দিতে অপারেশন সিঁদুর-এর পথে হেঁটেছে ভারত। পাকিস্তানের মাটিতে চলা জঙ্গি শিবিরগুলিকে বেছে বেছে গুঁড়িয়ে দিয়েছে। এই অপারেশন সিঁদুর হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে।
এখন প্রশ্ন হল ভারত কি পাকিস্তানকে অপারেশন সিঁদুর-এর মাধ্যমে যোগ্য শিক্ষা দিতে পেরেছে? ভারতের আমজনতা কি মনে করছেন? তার উত্তর জানতেই গাঁটছড়া বেঁধেছিল সংবাদ সংস্থা আইএএনএস ও ম্যাট্রিজ নিউজ কমিউনিকেশনস। সমীক্ষা চালিয়েছিল ভারতের সাধারণ মানুষের মধ্যে। যার রিপোর্ট সামনে এল।
দেখা গেছে ৯২ শতাংশ মানুষই মনে করছেন সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারত যে যথেষ্ট সিরিয়াস তা প্রমাণ হয়ে গেছে এই অপারেশন সিঁদুরে। ৬৯ শতাংশ মানুষ মনে করেন এই সেনাবাহিনীর সাহায্যে সন্ত্রাসকে গুঁড়িয়ে দেওয়া বিশ্বের দরবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাথা উঁচু করেছে।

সেই সঙ্গে পহেলগামের ঘটনার পর পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার জন্য সেরা নেতা হিসাবে ৭০ শতাংশ মানুষই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বেছে নিয়েছেন। রাহুল গান্ধীও কি এই অবস্থায় পাকিস্তানকে যোগ্য জবাব দিতে পারতেন?
সে প্রশ্নের উত্তরে রাহুল গান্ধী পক্ষে রায় পেয়েছেন মাত্র ৫ শতাংশ। এটা থেকেই পরিস্কার যে অপারেশন সিঁদুর-এর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা দেশে অনেক গুণ বেড়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা