মিষ্টির দোকানের টয়লেটে লুকোনো ক্যামেরা, বুদ্ধির জোরে জেনে ফেললেন এক মহিলা
একটি মিষ্টির দোকানের টয়লেট ব্যবহার করেন অনেক গ্রাহকই। সেখানেই লুকোনো ছিল একটি ক্যামেরা। সন্দেহ হল এক মহিলার। ধরেও ফেললেন কারসাজি।

অত্যন্ত জনপ্রিয় একটি মিষ্টির দোকান। দোকানে টয়লেট রয়েছে। যা প্রয়োজনে অনেক গ্রাহক ব্যবহার করে থাকেন। এক যুবতী দোকানের ওই টয়লেটে ঢোকেন। কিন্তু ঢুকেই তাঁর কেমন যেন সন্দেহ হয়। সিমেন্টের দেওয়ালে ফাঁক। সামনের অংশের কিছুটা ফাইবার গ্লাস দিয়ে তৈরি।
আবার যে কমোডটি রয়েছে তার সমান কাঠের বেড়ার মত সারি। ওই মহিলার সন্দেহ হওয়ায় তিনি প্রথমে ফাইবার গ্লাসের গায়ে অল্প টোকা মেরে দেখেন। তারপর নিচু হয়ে ওই কাঠের বেড়ার মত অংশটি ভাল করে পরীক্ষা করতে শুরু করেন।
আর ঠিক তখনই তাঁর নজরে পড়ে ওই কাঠের ফাঁকে একটি মোবাইল ফোন। যেটি নড়ছে। তাঁর বুঝতে এতটুকু অসুবিধা হয়নি যে কেউ টয়লেটে তাঁর ছবি তুলছে। মহিলা দ্রুত বেরিয়ে এসে দোকানের কর্তৃপক্ষকে বিষয়টি জানান। পুলিশেও খবর দেন।
পুলিশ এসে যাবতীয় পরীক্ষা করে ওই দোকানের এক কর্মীর ফোনে কিছু ছবি পায়। বোঝা যায় ওই ব্যক্তিই দোকানের টয়লেটে এভাবে মহিলাদের ছবি তোলে।
ধরা পড়ে যেতে কাকুতিমিনতি শুরু করে ওই যুবক। জানায় তার একটি সদ্যোজাত কন্যা রয়েছে। সে সব ছবি ডিলিট করে দেবে। তাকে যেন এবারের মত ক্ষমা করে দেন ওই মহিলা।
যদিও ওই মহিলা এই ভয়ংকর কাণ্ড মেনে নিতে পারেননি। আরও কত মহিলার অজান্তেই দিনের পর দিন ওই যুবক ছবি তুলেছে তাও স্পষ্ট ছিলনা তাঁর কাছে। এমন জঘন্য ঘটনার পর ওই যুবককে পুলিশের হাতে তুলে দেন তিনি। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর কোরামঙ্গলা-র একটি মিষ্টির দোকানে।