বিহারের ভাবনা কান্ত, রাজস্থানের মোহনা সিং ও মধ্যপ্রদেশের অবনী চতুর্বেদী। শব্দের গতির সঙ্গে পাল্লা দেওয়ার মত দুঃসাহসে ভর করে শনিবার সকালে ইতিহাসের পাতায় নাম তুললেন দেশের এই তিন তরুণী। বয়স কুড়ির কোটায়। স্বপ্ন আকাশ ছোঁয়া। সেই স্বপ্নকে সফল করতে শুধু একমনে চেষ্টা করে গেছেন এঁরা। কথায় বলে চেষ্টার কোনও বিকল্প নেই। সেই চেষ্টাই এনে দিয়েছে সাফল্য। শনিবার হায়দরাবাদ এয়ারফোর্স অ্যাকাডেমিতে যুদ্ধবিমানের পাইলট প্রশিক্ষণ শেষ করে গ্রাজুয়েশন প্যারেডে অংশ নেন তাঁরা। প্যারেডে এই তিন অসম সাহসী তিনকন্যাকে আনুষ্ঠানিকভাবে দেশের বায়ুসেনার যুদ্ধবিমানের পাইলটের স্বীকৃতি দেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর। এই স্বীকৃতির সঙ্গে সঙ্গেই দেশের ইতিহাসে জায়গা করে নিলেন এই ভাবনা-মোহনা-অবনী। কারণ এর আগে বায়ুসেনার যুদ্ধবিমান ওড়ানোর ছাড়পত্র পাননি কোনও মহিলা। নরেন্দ্র মোদী সরকারই প্রথম মহিলা যুদ্ধবিমান পাইলট নিয়ে চিন্তাভাবনা শুরু করেন। বায়ুসেনা প্রধান অরূপ রাহাও এ বিষয়ে সরকারে ভাবনাকে সমর্থন করেন। তারপরই এই তিনকন্যাকে যুদ্ধবিমান শেখানোর প্রশিক্ষণ শুরু হয়। যাতে এখনও পর্যন্ত সাফল্যের সঙ্গেই পাশ করেছেন তাঁরা। এখনও অ্যাডভান্স ট্রেনিং বাকি। আপাতত সেই ট্রেনিং সম্পূর্ণ করাকেই পাখির চোখ করেছেন ভারতের এই তিন মহিলা যুদ্ধবিমান চালিকা।