![Gulbarg Society Massacre](https://www.nilkantho.in/wp-content/uploads/2016/06/gulbarg-society-massacre.jpg)
গুলবার্গ মামলায় দোষী সাব্যস্ত ২৪ জনের শুক্রবার সাজা ঘোষণা করল আমেদাবাদ হাইকোর্ট। দোষীদের মধ্যে ১১ জনের যাবজ্জীবন, ১২ জনের ৭ বছরের কারাবাস ও ১ জনের ১০ বছরের কারাবাসের নির্দেশ দিয়েছে আদালত। ২০০২ সালে অস্থির গুজরাটে আমেদাবাদের গুলবার্গ সোসাইটিতে হামলা চালায় একদল দুষ্কৃতী। আবাসনের ৬৯ জন বাসিন্দাকে কুপিয়ে খুন করে তারা। যারমধ্যে কংগ্রেসের প্রাক্তন সাংসদ এহসান জাফরিও ছিলেন। সেই ঘটনার পর শুরু হয় মামলা। এরমধ্যে ২০০৮ সালের ২৬ মার্চ গুজরাট দাঙ্গার তদন্তে প্রাক্তন সিবিআই ডিরেক্টর আর কে রাঘবনের নেতৃত্বে একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট গঠন করে সুপ্রিম কোর্ট। ২০০৯ সালের ১১ অগাস্ট সিট ২৫ জনকে গ্রেফতার করে। ৬২ জনের বিরুদ্ধে চার্জশিটও পেশ করে তারা। ২২ সেপ্টেম্বর ২০১৫-তে শেষ হয় সিটের ট্রায়াল। ৭ বছরে ৩৩৮ জনের প্রত্যক্ষদর্শীকে জিজ্ঞাসাবাদ করে সিট। ২০১৬-র ২ জুন গুলবার্গ হত্যাকাণ্ডে সিট কোর্ট ২৪ জনকে দোষী সাব্যস্ত করে। ৩৬ জনকে নির্দোষ হিসাবে ছেড়ে দেয়। তারপর এদিন দোষী সাব্যস্তদের সাজা ঘোষণা করল তারা। এদিকে আদালতের এই রায়ে খুশি নন মৃত এহসান জাফরির স্ত্রী জাকিয়া জাফরি। তাঁর দাবি, গুরু পাপে লঘু দণ্ড দেওয়া হয়েছে দোষীদের।