National

পারদ ৪০ ডিগ্রির কাছে, অন্য বিপদে নাজেহাল হেরিটেজ শহর

পারদ চড়ছে। পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তে গরম বাড়ছে। এর মধ্যেই গরম বাড়ায় এক অন্য বিপদের সম্মুখীন এই শহর।

পারদ ক্রমশ চড়ছে। তা টেরও পাচ্ছেন দেশবাসী। এবার গরমের পালা। বসন্তের ছোঁয়া আর নেই। সেখানে এখন পারদ একটু একটু করে চড়ছে। গতবছরের গরমের অভিজ্ঞতা এখনও দেশের বিভিন্ন অংশের মানুষের মনে তাজা। তাই এবার সিঁদুরে মেঘ দেখছেন তাঁরা।

এর মধ্যেই এক অন্য বিপদের মুখে পড়ল দেশের প্রথম বিশ্ব হেরিটেজ শহর হিসাবে স্বীকৃতি পাওয়া স্বনামধন্য বর্ধিষ্ণু শহরটি। পারদ প্রায় ৪০ ডিগ্রির কাছে পৌঁছতেই এবার ঘনাল অন্য বিপদ।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

আমেদাবাদে গরম বাড়তেই শুরু হয়েছে সোয়াইন ফ্লুয়ের দাপট। গরমে যে রোগের প্রকোপ বিরল সেই রোগ এবার গরম বাড়তে শুরু করতেই হানা দিয়েছে।

১৭৩ জন সোয়াইন ফ্লু আক্রান্ত ধরা পড়েছেন। তার সঙ্গে ৫৬২টি ডায়রিয়া এবং অনর্গল বমির ঘটনা সামনে এসেছে। এঁদের হাসপাতালে ভর্তি করতে হয়।

শুধু আমেদাবাদ নয়, রাজকোটেও একই অবস্থা। এছাড়া ৮৫ জন জন্ডিস, ২০৪ জন টাইফয়েড আক্রান্তেরও চিকিৎসা চলছে। এই হিসাব দোলের আগের দিন পর্যন্ত। তার পরে তা আরও বাড়লে সে রিপোর্ট আগামী দিনে সামনে আসতে চলেছে।

আমেদাবাদের সব সরকারি হাসপাতাল এবং বেসরকারি হাসপাতালে জ্বর, বমি, সর্দি, সোয়াইন ফ্লু নিয়ে রোগীদের লম্বা লাইন পড়ছে। হাসপাতালগুলি রোগী সামাল দিতে কার্যত হিমসিম খাচ্ছে।

এত রোগীর চাপ যে গরমের শুরুতেই কার্যত নাজেহাল হাসপাতালগুলি। জলবাহিত রোগের সংখ্যাই বেশি। আমেদাবাদ পুরসভা পানীয় জলের দূষণ নিয়ন্ত্রণে আপৎকালীন পরিস্থিতিতে কাজ শুরু করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *