Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
National

ভোটে জেতার জন্য এবার কন্ডোম রাজনীতি, চরমে নীল হলুদ তরজা

ভোট বৈতরণী পার করতে কত কিছুই না করে রাজনৈতিক দলগুলি। এবার তো কন্ডোম রাজনীতি তোলপাড় ফেলে দিয়েছে। যা নিয়ে নীল ও হলুদে লড়াই।

কন্ডোম গর্ভনিরোধক হিসাবে ব্যবহার হয়। কিন্তু তা যে ভোটের প্রচারের হাতিয়ার হতে পারে তা কেউ ভেবেছিলেন কি? এটা দেখার আগে হয়তো সেভাবে কেউ ভেবে দেখেননি। কিন্তু দক্ষিণে লোকসভা তো বটেই, অন্ধ্রপ্রদেশে রয়েছে বিধানসভা ভোটও। এই জোড়া ভোটের বৈতরণী পার করতে সেখানে নাকি কন্ডোম রাজনীতি শুরু হয়েছে।

অন্ধ্রপ্রদেশের ক্ষমতাসীন দল ওয়াইএসআর কংগ্রেস ও বিরোধী দল তেলেগু দেশম পার্টি নাম ও চিহ্ন দেওয়া ২টি কন্ডোমের প্যাকেট এখন সোশ্যাল মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। এই ২টি প্যাকেটে ২ দলের পতাকার রংও ব্যবহার হয়েছে।

ওয়াইএসআর কংগ্রেসের নাম লেখা কন্ডোমের প্যাকেটে নীল রং এবং টিডিপি-র নাম লেখা কন্ডোম প্যাকেটে হলুদ রং ব্যবহার হয়েছে। অভিযোগ যে ভোট প্রচারের জন্য নাকি ২টি দলই জনতার মধ্যে তাদের দলের নাম লেখা কন্ডোমের প্যাকেট বিলি করছে।

যদিও কন্ডোম বিলির বিষয়টি সোশ্যাল মিডিয়ায় সামনে আসতে ২ দলই একে অপরের দিকে আঙুল তুলেছে। ওয়াইএসআর কংগ্রেসের তরফে এক্স হ্যান্ডলে টিডিপি-কে নিশানা করে লেখা হয়েছে, ভোট প্রচারের জন্য মানুষের মধ্যে কন্ডোম বিলি করা কেমন রাজনৈতিক পাগলামি? এরপর কি এরা ভায়াগ্রা বিলি করবে?

টিডিপি চুপ করে বসে থাকেনি। তারা এর পাল্টা ওয়াইএসআর কংগ্রেসের নাম লেখা নীল রংয়ের কন্ডোমের প্যাকেটের ছবি শেয়ার করে লিখেছে, তার মানে কি এভাবেই ভোটে লড়ার প্রস্তুতির কথা বলছে দলটি?

২ দলই কন্ডোমের প্যাকেট বিলি নিয়ে একে অপরের দিকে আঙুল তোলায় আপাতত এই কন্ডোম রাজনীতি নিয়ে সরগরম দক্ষিণী রাজ্যের রাজনীতি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *