National

একদিনে এই রেলস্টেশনের নাম ৩ বার বদল করা হয়

একটি রেলস্টেশনের নাম হঠাৎ করে বদলে যায়না। কিন্তু এ দেশেই এমন একটি স্টেশন রয়েছে যার নাম একদিনে ৩ বার বদল করা হয়।

রেলস্টেশনের নাম বদল যে হয়না তা নয়। অনেক স্টেশনের নামই পরে বদল করা হয়েছে। একটি রেলস্টেশনের নাম বদল খবরও হয়। কিন্তু এই ভারতেই এমন একটি স্টেশন রয়েছে যার নাম একদিনেই ৩ বার বদল করা হয়। যা কার্যত ভারতীয় রেলের কাছে ইতিহাস।

হরিয়ানার গুরুগ্রামে যে মেট্রো রেলের লাইন গিয়েছে তার হলুদ লাইন বা ইয়েলো লাইনে একটি স্টেশন ছিল হুডা সিটি সেন্টার। যার নাম বদলের কথা মেট্রো রেলের তরফে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

গত ৩ জুলাই সোমবার সকালের দিকে মেট্রো রেলের তরফে জানানো হয়েছিল স্টেশনটির নাম বদলে যাচ্ছে। হুডা সিটি সেন্টার বদলে এই মেট্রো স্টেশনের নাম হচ্ছে গুরুগ্রাম সিটি সেন্টার।

সকলে যখন এই নতুন নাম নিয়ে চর্চা শুরু করেছেন ঠিক তখনই ফের সোশ্যাল মিডিয়ায় মেট্রো রেলের তরফে জানানো হয় গুরুগ্রাম সিটি সেন্টার নামটিতে একটি পরিবর্তন করা হচ্ছে। নাম হচ্ছে মিলেনিয়াম সিটি সেন্টার।

এবার এই নতুন নাম নিয়ে স্থানীয় মানুষ কথা বলতে শুরু করেন। ওইদিনই সন্ধের পর ফের সোশ্যাল মিডিয়ায় মেট্রোর তরফে জানানো হয়, মিলেনিয়াম সিটি সেন্টার নামেও পরিবর্তন করা হচ্ছে। ওই স্টেশনের নতুন নাম হচ্ছে মিলেনিয়াম সিটি সেন্টার গুরুগ্রাম।

একই দিনে ৩ বার নাম বদল করে অবশেষে হুডা সিটি সেন্টারের নাম বদলে হয় মিলেনিয়াম সিটি সেন্টার গুরুগ্রাম। সেই নামে অবশ্য এখনও কোনও বদল হয়নি।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *