National

টমেটোর জন্য মেয়েকে নিয়ে বাড়ি ছাড়লেন স্ত্রী

টমেটো যে এবার পারিবারিক অশান্তিও বয়ে আনছে তার এক জ্বলন্ত উদাহরণ সামনে এল। টমেটোর জন্য স্বামীকে ছেড়ে মেয়ের হাত ধরে বাড়ি ছাড়লেন স্ত্রী।


টমেটোর জন্য স্বামীকে ছেড়ে চলে গেলেন স্ত্রী। বাড়ি ছাড়ার সময় সঙ্গে নিয়ে গেলেন তাঁদের কন্যাকে। ২-৩টে টমেটোর জন্য এভাবে স্ত্রীর বাড়ি ছেড়ে চলে যাওয়া মেনে নিতে পারলেননা স্বামীও।


টমেটোর দাম আকাশছোঁয়া। অনেক বাড়িতেই টমেটো ঢোকা বন্ধ হয়ে গেছে। টমেটো ছাড়াই হচ্ছে যাবতীয় রান্না। কিন্তু সেই দুর্মূল্য টমেটো তিনি রান্নায় দিয়ে ফেলেছিলেন। এটাই সন্দীপ বর্মণ নামে ওই ব্যক্তিকে একা করে দিল কয়েকদিনের জন্য।


সন্দীপ একটি ধাবা চালান। সেই ধাবার জন্য রান্না হচ্ছিল। সেই রান্নায় সন্দীপ কয়েকটি টমেটোও দিয়ে দেন। এটা একেবারেই মেনে নিতে পারেননি তাঁর স্ত্রী।

যেখানে টমেটো দেড়শো টাকা কেজি দিয়ে কিনতে হচ্ছে সেখানে কেন তিনি এভাবে রান্নায় টমেটো দিলেন তা নিয়ে স্বামীর ওপর রেগে যান সন্দীপের স্ত্রী। ঝগড়াও হয় ২ জনের। তারপরই বাড়ি ছেড়ে মেয়েকে নিয়ে বেরিয়ে যান ওই মহিলা।


স্বামীকে একা রেখে তিনি বেরিয়ে যান। টমেটোর জন্য স্ত্রী, কন্যা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর সন্দীপ বর্মণ থানায় হাজির হয়ে স্ত্রী, কন্যাকে ফিরিয়ে আনার অনুরোধ করেন। সেইমত পুলিশ ওই মহিলার সঙ্গে যোগাযোগও করে। বাড়ি ফিরতে রাজিও হন ওই মহিলা।


ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের শাহদোল জেলার ধানপুরী এলাকায়। টমেটো যে এভাবে সংসারে ভাঙন পর্যন্ত ধরিয়ে দিতে পারে তা অনেকেরই কল্পনার বাইরে।


Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *