National

এ কেমন পোশাক পরতে হবে, স্বামীর শখ শুনে থানায় গেলেন স্ত্রী

স্বামী এক বিশেষ ধরনের পোশাক পরতে অনুরোধ করেছিলেন স্ত্রীকে। যা শোনার পর আর নিজেকে স্থির রাখতে পারলেন না স্ত্রী। সোজা হাজির হলেন থানায়।


স্বামীস্ত্রীর সম্পর্কের কিছু একান্ত ব্যক্তিগত দিক থাকে। সেই ব্যক্তিগত মুহুর্তেই এক ব্যক্তি তাঁর স্ত্রীকে এক বিশেষ ধরনের পোশাক পরতে হবে বলে অনুরোধ করেন।


এ কেমন পোশাক পরতে বলছেন স্বামী! শুধু পোশাক পরাই নয়। ওই পোশাক পরেই তাঁর সঙ্গে দৈহিক মিলনে লিপ্ত হতে হবে বলেও অনুরোধ করেছিলেন স্বামী।


স্বামীর এমন শখের কথা শোনার পর আর নিজেকে স্থির রাখতে পারেননি ওই ৩০ বছরের যুবতী। তিনি সটান হাজির হন স্থানীয় থানায়। স্বামীর বিরুদ্ধে অভিযোগও দায়ের করেন।

দিল্লির পূর্ব রোহতাস নগরের বাসিন্দা ওই মহিলার দাবি তাঁর স্বামী দৈহিক মিলনের ভিডিও দেখতে অভ্যস্ত। তাঁকেও ওই ধরনের ভিডিও দেখতে বাধ্য করেন তিনি। এমনকি সেখানে মহিলারা যেমন পোশাক পরে মিলন করেন তাঁকেও সেইসব পোশাক পরতে চাপ দেন তাঁর স্বামী।


ওই পোশাকে তাঁর সঙ্গে ওই ভিডিওতে দেখা মহিলাদের মত করে মিলনে বাধ্য করেন। এই অত্যাচার তিনি আর সহ্য করতে পারছেন না বলে জানান ওই মহিলা।


তিনি এও দাবি করেছেন যে তাঁর শ্বশুরবাড়ির লোকজন তাঁকে পণ দিতেও চাপ দেন। তাঁকে মানসিক ও শারীরিক নির্যাতন করা হয় বলে পুলিশের কাছে দাবি করেছেন ওই মহিলা।


অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বছর ৩৫-এর ওই ব্যক্তির বিরুদ্ধে একাধিক ধারায় মামলাও রুজু করেছে সদর থানার পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *