National

অবাক কাণ্ড, রাতারাতি উধাও হয়ে গেল ৯০ ফুটের ব্রিজ

একটা ৯০ ফুটের ব্রিজ। কোনও ছোটোখাটো জিনিস নয়। সেই ব্রিজই কিনা রাতারাতি উধাও হয়ে গেল! পুরো ঘটনা নিয়ে রীতিমত চর্চা চলছে।

কোনও বাড়ির জিনিস নয় যে টুক করে তুলে ব্যাগে ভরে কেউ পালিয়ে যাবে। এ একটা আস্ত ব্রিজ। তাও ৯০ ফুট লম্বা। ওজন ৬ হাজার কেজি। সেই ৬ হাজার কেজি তো আর রাতারাতি হাতে করে তুলে নিয়ে যাওয়া যায়না!

মুম্বইয়ের পশ্চিম মালাডে একটি বিশাল নর্দমার ওপর দিয়ে নানাধরনের তার নিয়ে যাওয়ার জন্য এই ৯০ ফুটের ব্রিজটি তৈরি করা হয়েছিল অস্থায়ীভাবে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

তারপর যখন স্থায়ী ব্রিজ তৈরি হয়ে যায় তখন এই অস্থায়ী ৯০ ফুটের ব্রিজটি সেখান থেকে সরিয়ে নিয়ে কাছেই একটি ফাঁকা জায়গায় রেখে দেয় নির্মাণ সংস্থা।

সবে রাখা হয়েছিল সেই ব্রিজ। কিন্তু গত ২৬ জুন নির্মাণকারী সংস্থা দেখে রাতারাতি ওই ব্রিজ যেখানে রাখা হয়েছিল সেখানে আর নেই। যেন ভোজবাজির মত উধাও হয়ে গেছে!

পুলিশ তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে, স্থানীয়ভাবে জিজ্ঞাসাবাদ করে, নির্মাণকারী সংস্থার কর্মীদের জিজ্ঞাসাবাদ করে অবশেষে জানতে পারে যে গ্যাস কাটার এনে ওই ৯০ ফুটের ব্রিজকে টুকরো টুকরো করে কেটে গাড়িতে তুলে নিয়ে চলে যায় চোররা।

এই ঘটনায় এই সংস্থারই এক কর্মী জড়িত বলে জানতে পারে পুলিশ। তার সঙ্গে আরও ৪ জন এই ঘটনায় যুক্ত ছিল বলে অভিযোগ। এদের সকলকেই গ্রেফতার করা হয়েছে। টুকরো টুকরো হয়ে যাওয়া ব্রিজটিও খণ্ডবিখণ্ড অবস্থায় উদ্ধার হয়েছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *