National

পাঁক ভর্তি খালে ভাসছে তাড়া তাড়া নোট, দেখে স্থানীয়রা তখনই যা করলেন

অনেক শহরেই নর্দমার নোংরা জল একটি খালে এসে পড়ে। তেমনই এক নর্দমার জলের খালে নোটের বাণ্ডিল দেখতে পান স্থানীয়রা। তা দেখার পর তাঁরা যা করলেন।

২ হাজার টাকা থেকে শুরু করে ৫০০ টাকার নোটের বাণ্ডিল, আবার ১০০ টাকা থেকে শুরু করে ১০ টাকারও নোটের বাণ্ডিল। একটি বিশাল বস্তায় এমনই নানা মূল্যমানের নোটের অনেক বাণ্ডিল ভর্তি অবস্থায় ভাসছিল খালের জলে। কিন্তু সে খাল নোংরা জলের খাল। পাঁকে পরিপূর্ণ।

স্থানীয়রা সেই খালের ধারে এলেও তাতে পা দেওয়া থেকে নিজেকে দূরে রাখেন। তেমনই একটি খালের ধারে এসেছিলেন কয়েকজন স্থানীয় মানুষ। তাঁরাই ভোরে ওই নোটের বাণ্ডিলের বস্তা ভর্তি স্তূপ দেখতে পান।

যা দেখার পর তাঁরা আর স্থির থাকতে পারেননি। ওই পাঁকের মধ্যে নেমে পড়েন লাফিয়ে। তারপর যে যেমন পারেন বাণ্ডিল নিয়ে নিতে শুরু করেন।

খবরটা ছড়াতেও বেশি সময় নেয়নি। যাঁরাই এই খবর পান তাঁরাই দ্রুত এসে বাণ্ডিল নিতে লেগে পড়েন। এভাবে খালের পাঁক জলে তখন অনেক মানুষ কোমর জলে নেমে টাকার বাণ্ডিল তুলে নিতে ব্যস্ত হয়ে পড়েন।

ঘটনাটি ঘটেছে বিহারের রোহতাস জেলার মোরাদাবাদ গ্রামে। স্থানীয় পুলিশ খবরটি পেয়ে সেখানে হাজির হয়। ততক্ষণে অবশ্য বস্তা প্রায় ফাঁকা। যে যেমন পেরেছেন টাকার বাণ্ডিল নিয়ে চলে গেছেন।

স্থানীয়দের আরও দাবি যে টাকার বাণ্ডিলগুলি কোনও নকল নোটের তাড়া নয়। একদম আসল নোট। কে বা কারা এই বিপুল পরিমাণ নোটের বাণ্ডিল ফেলে গেল, কেনই বা ফেলে গেল তার খোঁজ শুরু করেছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *