National

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করলেন এক ব্যক্তি, ছাড় পেলেন না রোহিত শর্মাও

এবার মামলায় জড়ালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বাংলার গর্ব তথা ভারতীয় ক্রিকেটের অন্যতম ব্যক্তিত্ব সৌরভের বিরুদ্ধে এক ব্যক্তি মামলা দায়ের করেছেন।

Published by
News Desk

মামলায় জড়ালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে এক ব্যক্তি মামলা দায়ের করেছেন। জনস্বার্থ মামলা দায়ের হয়েছে সৌরভের বিরুদ্ধে।

তাম্মানা হাশমি নামে ওই ব্যক্তি দাবি করেছেন সৌরভ সহ বেশ কয়েকজন ক্রিকেটার এবং অভিনেতা দেশের যুব সমাজের বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে খেলা করছেন।

আইপিএল-কে সামনে রেখে যুব সমাজকে জুয়ায় আসক্ত করে তুলছেন সৌরভ সহ বেশ কয়েকজন ক্রিকেটার এবং অভিনেতা। বিভিন্ন অনলাইন গেমের মাধ্যমে একাজ করা হচ্ছে বলেও আদালতে দাবি করেছেন তাম্মানা হাশমি।

বিহারের মুজফ্ফরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-এর আদালতে দায়ের করা জনস্বার্থ মামলায় শুধু সৌরভ গঙ্গোপাধ্যায় বলেই নন, তালিকায় হার্দিক পাণ্ডিয়া, রোহিত শর্মা, আমির খান সহ বেশ কয়েকজন ক্রিকেটার এবং অভিনেতার নাম যুক্ত করেছেন তাম্মানা হাশমি।

তাম্মানা হাশমির দাবি, এঁরা দেশের যুব সমাজকে ভুল পথে নিয়ে যাচ্ছেন। আকর্ষণের পুরস্কারের হাতছানি দিয়ে যুব সমাজকে আকর্ষিত করছেন এঁরা। এতে যুব সমাজ আসক্ত হয়ে পড়ছে এইসব অনলাইন খেলায়। কয়েকজন ক্রিকেটার এবং অভিনেতা এইসব জুয়া খেলায় উৎসাহ দিচ্ছেন। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২২ এপ্রিল ধার্য হয়েছে।

প্রসঙ্গত মামলাকারী তাম্মানা হাশমি এর আগেও বেশ কয়েকজন প্রথিতযশা ব্যক্তির বিরুদ্ধে অন্য কারণে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। এবার তিনি কয়েকজন ক্রিকেটার এবং অভিনেতার বিরুদ্ধে মামলা করলেন। যে তালিকায় ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk