National

খরচ করে জিমে নয়, এবার খোলা আকাশের নিচে করা যাবে যখন তখন জিম

জিমে যাওয়ার অনেক খরচ। ফলে শরীরচর্চার ইচ্ছা থাকলেও পকেট সঙ্গ দেয়না। এবার সেসব চিন্তা থেকে মুক্ত হচ্ছেন এ শহরের মানুষজন। খোলা আকাশের নিচে বসছে ১০০ জিম।

জিমে গিয়ে শরীরচর্চার চল অনেক শহরেই ক্রমশ বাড়ছে। মানুষ এখন শরীর সচেতন। সেইসঙ্গে তরুণ প্রজন্ম চাইছে মাপজোক সঠিক থাকা শরীর। এজন্য তাঁরা মোটা টাকা খরচ করে জিমে যাচ্ছেন।

আবার নিছক শরীরকে সুস্থ ও তরতাজা রাখতেও বহু মানুষ এখন জিমমুখী। মানুষের এই জিম ভিত্তিক শরীরচর্চার প্রতি ঝোঁকের কথা মাথায় রেখে এবার সেই সুযোগ হাতের মুঠোয় এনে দিল নবাবের শহরের পুরসভা।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

নবাবের শহর লখনউতে ছড়িয়ে রয়েছে অনেক পার্ক। সেসব পার্কের একটা অংশ আলাদা করে নিয়ে সেখানেই বসছে জিম। খোলা আকাশের নিচে জিম। যা পুরসভাই তৈরি করে দিচ্ছে সাধারণ মানুষের জন্য।

শহর জুড়ে মোট ১০০টি এমন খোলা আকাশের নিচে জিম তৈরি করে দিচ্ছে পুরসভা। এজন্য খরচ হচ্ছে ১২ কোটি টাকা।

আর্ম হুইল, ওয়াকিং বাইসাইকেল চেয়ার, এয়ার ওয়াকার, কমফোর্ট সাইকেল, বার এক্সারসাইজ সহ মোট ১৬টি সরঞ্জাম থাকছে এইসব খোলা আকাশের নিচে জিম করার জন্য।

আগামী ১ বছরের মধ্যে এই ১০০টি খোলা আকাশের নিচে জিম তৈরি হবে। যা ৩টি পর্বে সমাপ্ত করা হবে। এরই প্রথম পর্যায়ের কাজ শুরু হয়ে গেছে। মার্চের প্রথম সপ্তাহে তা শেষও হয়ে যাবে বলে মনে করছে লখনউ পুরসভা। প্রথম পর্যায়ে ৩৫টি পার্কে বসছে এই জিম। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *