National

বিয়ে হল দাদার সঙ্গে, কনে বাড়ি ফিরলেন দেওরের জীবনসঙ্গিনী হয়ে

সব নিময় মেনে এক যুবকের সঙ্গে বিয়ে হয় এক তরুণীর। কিন্তু বিয়ের পর জীবনটাই বদলে গেল নববধূর। দেওরের জীবনসঙ্গিনী হয়ে শ্বশুরবাড়ি যেতে হল তাঁকে।

বিয়েটা বেশ ধুমধাম করেই আয়োজন করেছিল কনেপক্ষ। বর যখন বরযাত্রী নিয়ে হাজির হন বিয়ে করতে তখন তাঁদের আপ্যায়নে এতটুকু ত্রুটি ছিলনা। বিয়েও শুরু হয় নিয়ম মেনে। তারপর সেই বিয়ে সম্পন্নও হয়।

বেশ চলছিল সবকিছু। কিন্তু বিয়ে শেষে যখন ২ পরিবার আনন্দে মাতোয়ারা ঠিক তখনই সেখানে সিনেমার পর্দায় ঘটা ঘটনার মত ২ সন্তানকে ২ হাতে ধরে হাজির হন এক মহিলা। দাবি করেন যে ব্যক্তি বিয়েটা করলেন সেই বর তাঁর স্বামী এবং তাঁর সঙ্গে থাকা ২ সন্তানের বাবা।

মাথায় কার্যত বাজ ভেঙে পড়ে সকলের। আনন্দ হারিয়ে শুরু হয় গুঞ্জন। তর্কাতর্কি। হাজির হয় পুলিশ। পুলিশ তাঁদের নিয়ে থানায় হাজির হয়। সেখানে আবার সব মিটমাটের জন্য হাজির হন গ্রামের মোড়লরা।

সেখানে অবশেষে জানা যায় যে এটা ঘটনা যে ৫ বছর আগে ওই মহিলাকে বিয়ে করেছিলেন ওই যুবক। তাঁদের ২টি সন্তানও রয়েছে। তবে কিছুদিন ধরে মনোমালিন্যের কারণে স্বামী স্ত্রী আলাদা থাকছিলেন। এরমধ্যেই দ্বিতীয় বিয়ের ব্যবস্থা করে বিয়েটাও সেরে ফেলেন ওই যুবক।

স্থির হয় তাঁদের বিয়ে ভেঙে দেওয়া হবে। তাই হয়ও। এরপর ২ পরিবারের মত নিয়ে ওই নববধূর ফের বিয়ে হয়। ওই দিনই তাঁর ২ বার বিয়ে হয়। এবার বিয়েটা হয় বরের ভাইয়ের সঙ্গে।

কয়েক ঘণ্টা আগেও যাঁকে হবু দেওর হিসাবে জানতেন ওই তরুণী, তাঁর হাত ধরে তাঁর জীবনসঙ্গিনী হয়েই শ্বশুরবাড়িতে পা রাখেন তিনি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সম্ভল জেলায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button