গ্যাসবেলুন, প্রতীকী ছবি
সকলেই চান তাঁদের বিয়েটা যেন চিরদিনের মধুর স্মৃতি হয়ে থাকে। এখন তো বিয়ের আগেই শ্যুটিং করা, ভিডিও বানানো, বিয়েতে নতুনত্বের ছোঁয়া রাখা, সবই ট্রেন্ড হয়ে উঠেছে।
বিয়ে স্থির হলে পাত্রপাত্রীরা এখন বিয়েতে কি চমক রাখা যায় তা নিয়ে ভাবনা চিন্তা করতে শুরু করে দেন। এক্ষেত্রেও কি তেমনই ঘটেছে?
উত্তর জানা না গেলেও ছত্তিসগড়ের দুর্গ জেলার একটি বিয়ের মালাবদল গোটা দেশের আলোচ্য হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় সে ছবি হুহু করে ছড়াচ্ছে।
বিয়ের আচার অনুষ্ঠানে খামতি ছিলনা এ বিয়ের ক্ষেত্রেও। অতিথিরা আমন্ত্রিত ছিলেন। একটি বিশাল মাঠের মত প্রাঙ্গণে বসেছিল বিয়ের আসর।
প্রাঙ্গণ ছাড়া গতিও ছিলনা। আকাশে ভেসে পড়ার জন্য মাঠ হওয়া জরুরি। সেখানে অতিথিরা হাজির হন সন্ধেবেলা। বিয়ে শুরু হয়।
মালাবদলের সময় আসে। আর ঠিক তখনই একটি বেলুনে চড়েন বরকনে। বেলুন নিয়ন্ত্রণের জন্য তাঁদের ২ জনের সঙ্গে তাতে চড়েন আরও এক ব্যক্তি।
এবার বেলুন আস্তে আস্তে আকাশের দিকে পাড়ি দেয়। এভাবে মাটি থেকে প্রায় ৭০ ফুট উঁচুতে উঠে যায় বেলুনটি। নিচ থেকে তখন সব অতিথি ঘাড় উঁচু করে আকাশে মালাবদল দেখতে ব্যস্ত।
এমন এক বিরল মালাবদল ক্যামেরা বন্দি করে রাখতেও ভুল করেননি অতিথিরা। মালাবদলের পর ফের বেলুন নেমে আসে মাটিতে।
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
সে যে আদৌ কখনও জেগে উঠতে পারে সেটাই কেউ ভাবেননি। শেষবার জেগেছিল ১২ হাজার বছর…
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…
এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…