National

কালীপুজো কি ভাসতে চলেছে, ছবি পরিস্কার করল আবহাওয়া দফতর

দুর্গাপুজোয় বৃষ্টির পূর্বাভাস থাকলেও সেভাবে বৃষ্টি মাটি করেনি পুজোর দিনগুলো। এবার কালীপুজো কি ভাসিয়ে দেবে ঝড় বৃষ্টি? ছবিটা পরিস্কার করে দিল আবহাওয়া দফতর।

Published by
News Desk

দুর্গাপুজো শেষ হয়েছে। সামনে কালীপুজো, দিওয়ালী, ভাইফোঁটার মত উৎসব। যা নিয়ে ইতিমধ্যেই কোমর কষতে শুরু করেছেন সকলে। আলোর উৎসব থেকে ভাইফোঁটা, পুরোটাই চুটিয়ে আনন্দে মেতে ওঠার সময়। ঘর আলোয় সাজিয়ে ফেলা, আতসবাজির রোশনাইতে অন্য মেজাজে মাততে চলেছেন সকলে।

কিন্তু উৎসবের আনন্দ নিমেষে মাটি করে দিতে পারে আবহাওয়া। উৎসবের দিনগুলোয় যদি ঝড়বৃষ্টি হয় তাহলে উৎসবের আনন্দ কার্যত মাটি হয়ে যাবে।

এদিকে বঙ্গোপসাগরে ঠিক কালীপুজোর সময় একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার প্রাথমিক পর্যায় শুরু হয়ে গেছে। দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণি ইতিমধ্যেই শুরু হয়েছে। যা থেকে একটি গভীর নিম্নচাপ ও সেই নিম্নচাপ ক্রমশ একটি ঘূর্ণিঝড়ের চেহারা নিতে চলেছে।

আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এটি ক্রমশ শক্তি বাড়িয়ে একটি ঘূর্ণাবর্তের চেহারা নেবে। যা অবস্থান করবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে।

ক্রমে তা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং শক্তি বাড়াবে। ২২ অক্টোবর তা গভীর নিম্নচাপের চেহারা নেবে বলে মনে করছে আবহাওয়া দফতর।

আবহবিদরা মনে করছেন, ২৩ ও ২৪ অক্টোবর গভীর নিম্নচাপের চেহারা নেওয়ার পর সেটি ক্রমশ পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ের আকার নেবে। তবে তা ঠিক পশ্চিমবঙ্গের দিকেই আসবে কিনা তা এখনও পরিস্কার করে কিছু জানায়নি হাওয়া অফিস। ওড়িশার জন্য অবশ্য কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। প্রসঙ্গত আগামী ২৪ অক্টোবর কালীপুজো। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk