National

সরকারি অফিসে ফোন এলে হ্যালো বলা নিষিদ্ধ, বলতে হবে বন্দেমাতরম

বিভিন্ন সরকারি অফিসে ফোন তো অনেক আসে। নানা কারণে ফোন করেন মানুষজন। ফোন তুলে সরকারি কর্মীদের বলতে হবে বন্দেমাতরম। এক রাজ্যে জারি নির্দেশ।

প্রস্তাবটা এসেছিল মধ্যে অগাস্টে। তবে সরকার তা মানতে প্রথমে নারাজ ছিল। পরে অবশ্য মেনে নিল সরকার। গোটা রাজ্যে শনিবার অনেক রাতে বিজ্ঞপ্তি জারি করে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী দিনে আর সরকারি দফতরে ফোন এলে হ্যালো বলা যাবেনা। বলতে হবে বন্দেমাতরম।

সরকারি নানা দফতরে রাজ্যের সাধারণ মানুষ ফোন করেই থাকেন। নানা প্রয়োজনে তাঁদের ফোন করতে হয়। সেখানে ফোন তুলে সরকারি আধিকারিক থেকে কর্মী কেউই আর হ্যালো বলতে পারবেননা।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

মহারাষ্ট্র সরকার মনে করছে এই হ্যালো শব্দের কোনও মানে নেই। বন্দেমাতরম বলা হলে তা সাধারণ মানুষের মধ্যেও জাতীয়তা বোধ জাগ্রত করতে সাহায্য করবে।

স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ করাকে সামনে রেখেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সরকারি দফতর বলেই নয়, সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সরকারের সর্বোচ্চ কার্যালয় পর্যন্ত সর্বত্রই এই নিয়ম কার্যকর করা হয়েছে।

গত অগাস্টে মহারাষ্ট্রের বনমন্ত্রী এই প্রস্তাব দেন। তখন তাঁর প্রস্তাব আমল না পেলেও পয়লা অক্টোবর প্রস্তাবটি বিজ্ঞপ্তি আকারে জারি করে সরকারি নিয়মের তকমা দেওয়া হল।

আগামী দিনে সরকারি বিভিন্ন প্রকল্পের অনুষ্ঠানেও এই একই নিয়ম চালু করা হবে বলে ভাবনা চিন্তা করছে মহারাষ্ট্র সরকার। সেখানে বন্দেমাতরম শব্দ দিয়ে যে কোনও কথা বা আলোচনা শুরুর বিষয়টি এখনই নিয়ম না হলেও তা হতেও পারে।

অন্যদিকে মহারাষ্ট্র সরকারের এই ভাবনা আগামী দিনে অন্য অনেক রাজ্য সরকারকে নতুন পথ দেখাল বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *