
চণ্ডীগড়ে বর্ণিকা কুণ্ডুকে অপহরণের চেষ্টার অভিযোগে হরিয়ানার বিজেপি সভাপতি সুভাষ বারালার ছেলে বিকাশ বারালাকে গ্রেফতার করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে বিকাশের অন্যতম সহযোগী আশিস কুমারকেও। তাদের বিরুদ্ধে অপহরণের চেষ্টার ধারা যুক্ত করা হয়েছে।
অভিযোগ, ঘটনার দিন আইএএস আধিকারিকের মেয়ে পেশায় ডিজে ২৯ বছরের বর্ণিকা কুণ্ডুর গাড়ি ধাওয়া করে বিকাশ বারালা ও তার বন্ধু আশিস। কোনওক্রমে বিকাশদের হাত থেকে গাড়ি ঘুরিয়ে পালাতে সক্ষম হন বর্ণিকা। ফেসবুকে জানান সব ঘটনা।
পালানোর সময় পুলিশকে জানানোয় বিকাশকে তখন গ্রেফতারও করে পুলিশ। কিন্তু অপহরণের চেষ্টার ধারা না দিয়ে লঘু ধারা দিয়ে বিকাশকে ১ ঘণ্টার মধ্যে থানা থেকেই জামিন দেওয়া হয়। এই ঘটনার পর বিজেপির ওপর প্রবল চাপ তৈরি করে বিরোধীরা। সোশ্যাল সাইটেও সমালোচনার ঝড় ওঠে। অবশেষে সেই সমালোচনা থেকে রেহাই পেতে বিকাশকে গ্রেফতার করে তার বিরুদ্ধে অপহরণের ধারা দিল পুলিশ।













