National

গরিবের রবিনহুড হয়েই পুলিশের চোখে ধুলো, আগেই পেত পুলিশ আসার খবর

গরিব মানুষের কাছে সে ছিল রবিনহুডের মত। তার চুরি করা টাকার কিছুটা সে গরিবদের হাতে তুলে দিত। আর সেটাই তাকে এতদিন পুলিশের হাত থেকে বাঁচিয়ে রেখেছিল।

তার একমাত্র লক্ষ্য ছিল ধনী এলাকা। ধনীদের বাড়িতে চুরি করত সে। কেবলমাত্র ধনীদের বাড়ি থেকেই টাকা, গয়না চুরিতে সে ছিল সিদ্ধহস্ত। একের পর এক চুরি করে গেছে সে। সংখ্যায় শতাধিক।

আর চুরির পর সে ফিরে তার চুরির টাকার একটা অংশ গরিব মানুষদের হাতে তুলে দিত। থাকতও তাদের সঙ্গেই। ফলে গরিবের চোখে সে ছিল রবিনহুড। আর এই রবিনহুড ইমেজই ছিল তার রক্ষাকবচ।

রাজধানী দিল্লির বুকে ২৭ বছরের ওয়াসিম ওরফে লম্বু পুলিশের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। একের পর এক চুরির খবর আসে প্রভাবশালী ধনী ব্যক্তিদের বাড়ি থেকে। পুলিশ বুঝতেও পারে কে করছে এসব।

গোপনে খবর পেয়ে তাকে ধরতেও গেছে ফোর্স। কিন্তু নাগাল পায়নি। কারণ লম্বু যেখানে থাকত সেখানকার মানুষই তাকে আগে থেকে খবর দিয়ে দিত পুলিশের গতিবিধি সম্পর্কে। ফলে সে আগেই সেখান থেকে পালাত। তাকে বরং পুলিশের চোখে ধুলো দিয়ে পালাতে সাহায্যই করতেন সকলে।


যদিও লম্বু তার চুরি করা টাকার সামান্য অংশই গরিবদের হাতে তুলে দিত। বদলে পেত এই রক্ষাকবচ। শুধু চুরি নয় তার বিরুদ্ধে আরও নানা অপরাধে যুক্ত থাকার অভিযোগ রয়েছে।

তাকে অবশেষে দিল্লির আনন্দ বিহার এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। এই গ্রেফতারিকে বড় সাফল্য হিসাবেই দেখছে তারা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button