National

বৃষ্টির ফোঁটার সঙ্গে আকাশ থেকে পড়ছে মাছও, পরপর ২ দিন হল মাছ বৃষ্টি

বৃষ্টির সময় আকাশ থেকে জল ঝরে। অনেক সময় বরফের কুচিও পড়ে। কিন্তু বৃষ্টির সঙ্গে মাছ পড়ে একথা শুনেছে কেউ, এমনটাই কিন্তু ঘটল এ দেশেই।

বৃষ্টির জলের পাশাপাশি অনেক সময় শিলা বৃষ্টি হয়। আকাশ থেকে নেমে আসে বরফের কুচি। কিন্তু মাছ বৃষ্টির কথা কেউ শুনেছেন কি! বৃষ্টির সঙ্গে আকাশ থেকে টুপ টুপ করে ঝরে পড়ছে মাছ! তারপর সেসব মাছ নিচে পড়ে লাফাচ্ছে!

স্থানীয়রা এমন কাণ্ড দেখে প্রথমে হতবাক হয়ে যান। পরে তাঁরা কেন এমন হচ্ছে সেসব ভাবনায় না গিয়ে লেগে পড়েন মাছ ধরতে। থালা, বাটি হাতের কাছে যে যা পেয়েছেন তা দিয়ে বৃষ্টির সঙ্গে ঝরে পড়া মাছ ধরায় মন দেন।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

মাছ বৃষ্টির ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার জাগতিয়াল শহরে। গত শুক্র ও শনিবার সেখানে এই মাছ বৃষ্টির বিরলতম ঘটনা ঘটে। সেখানে প্রবল বৃষ্টির পূর্বাভাস ছিল। সেইমত বৃষ্টিও নামে।

স্থানীয়রা লক্ষ্য করেন অঝোর ধারার সঙ্গে মেঘে ঢাকা আকাশ থেকে নেমে আসছে মাছ! কীভাবে এমনটা হচ্ছে তা তাঁদের মাথায় না এলেও মাছ ধরতে উঠেপড়ে লেগে পড়েন সকলে।

বিজ্ঞানীরা অবশ্য বিষয়টির পিছনে টর্নেডো ধরনের ঘটনাকেই সামনে আনছেন। তাঁদের মতে জলভাগ থেকে আকাশ পর্যন্ত ঘূর্ণি, যা টর্নেডো নামে খ্যাত তা জল থেকে জলের সঙ্গে মাছও টেনে ওপরে নিয়ে যায়।

মাছ, কাঁকড়া বা ব্যাঙের মত প্রাণি এই ঘূর্ণির সঙ্গে সোজা মেঘে পৌঁছে যায়। তারপর সেই মাছ, ব্যাঙ বা কাঁকড়া মেঘের মধ্যে আটকে থাকে। পরে বৃষ্টির সঙ্গে ফের মাটিতে ঝরে পড়ে। এমনটা বিরল ঘটনা হলেও অসম্ভব নয়।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *