National

ঘুটঘুটে অন্ধকার পরীক্ষা হলে মোবাইলের আলো জ্বালিয়ে পরীক্ষা দিলেন পরীক্ষার্থীরা

পরীক্ষার হল অন্ধকারে ভরে রয়েছে। লেখা দূরের কথা ভাল করে দেখা পর্যন্ত যাচ্ছে না। এই অবস্থায় মোবাইল ফোনের আলো জ্বালিয়ে পরীক্ষা দিলেন স্নাতক স্তরের পরীক্ষার্থীরা।

বিএ প্রথম বর্ষের পরীক্ষা। অবশ্যই জীবনের বড় পরীক্ষাগুলির মধ্যে একটি। যার ফলাফলের ওপর অনেক কিছু নির্ভর করে থাকে।

পরীক্ষা দিতে নির্দিষ্ট কলেজে পৌঁছে যান পরীক্ষার্থীরা। কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য তো আলোর দরকার। সেটাই তো নেই! বাইরে আবহাওয়া ভাল অবস্থায় নেই। কালো মেঘে ছেয়ে গেছে আকাশ। বৃষ্টি হচ্ছে।

খারাপ আবহাওয়ার কারণে কলেজের বিদ্যুৎ সংযোগে বড় ধরনের সমস্যা হয়। তার জেরে পুরো কলেজ অন্ধকারে ডুবে যায়। এই অবস্থায় ঘুটঘুটে অন্ধকার পরীক্ষা কক্ষে এমনিই ভাল করে দেখা যাচ্ছে না, তো পরীক্ষা!

এদিকে এসব পরীক্ষায় মোবাইল নিয়ে ঢোকা নিষেধ। কিন্তু বিহারের মুঙ্গের জেলার ডিজে কলেজ কর্তৃপক্ষ এই পরিস্থিতির কথা মাথায় রেখে পরীক্ষার্থীদের হলের বাইরে রেখা আসা মোবাইল হলে নিয়ে আসার অনুমতি দেয়।

তাঁদের নিজের নিজের মোবাইলের টর্চ জ্বালিয়ে পরীক্ষা দেওয়ার অনুমতিও দেওয়া হয়। অগত্যা সেভাবেই পরীক্ষা দেন সকলে।

এই ঘটনায় কিন্তু বিহারের ছাত্র সংগঠনগুলি সোচ্চার হয়েছে। তাদের দাবি এভাবে একটি কলেজে বিএ প্রথম বর্ষের পরীক্ষার্থীদের মোবাইল নিয়ে পরীক্ষা দিতে দেওয়া মানে সেখানে নকল করার সম্ভাবনা থেকে যায়। সেক্ষেত্রে রাজ্যের অন্য সব জায়গায় একই পরীক্ষায় বসা পরীক্ষার্থীরা বঞ্চিত হতে পারেন।

প্রসঙ্গত এর আগে গত ফেব্রুয়ারিতে বিহারের পূর্ব চম্পারণ জেলার একটি স্কুলে দ্বাদশ শ্রেণির ছাত্রদের গাড়ির আলোয় পরীক্ষা দিতে হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *