National

যাদুঘর দেখতে গেলে পাতালে যাওয়ার জন্য তৈরি থাকতে হবে

যাদুঘর দেখার জন্য এবার পাতাল প্রবেশ করতে হবে। এজন্য তৈরি থাকতে হবে মানুষকে। দেশে এমন যাদুঘর আগে কেউ কখনও দেখেননি।

যাদুঘর তো নানা ধরনের হতে পারে। যাকে ইংরাজিতে মিউজিয়াম বলা হয় তার কেন্দ্রীয় আকর্ষণ নানা জায়গায় নানা রকম। দেশের এমন নানা যাদুঘরের তালিকায় যুক্ত হতে চলেছে আরও একটি যাদুঘর।

যা দেখার ইচ্ছা থাকলে সকলকে পাতাল প্রবেশের জন্য তৈরি থাকতে হবে। ভারতে এমন যাদুঘর এই প্রথম। যা ১৪ জুন আত্মপ্রকাশ করছে। তাও আবার স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

এখন প্রশ্ন হল পাতাল প্রবেশ বলতে ঠিক কী করতে হচ্ছে? পাতাল প্রবেশ বলতে এই প্রথম মাটির ওপর নয়, মাটির তলায় তৈরি করা হয়েছে একটি যাদুঘর।

ভারতের স্বাধীনতা আন্দোলন যাঁদের হাত ধরে এগিয়ে গিয়েছিল, যাঁদের বীরগাথা, আত্মবলিদান আজও মানুষকে শিহরিত করে এমন স্বাধীনতা সংগ্রামীদের উৎসর্গ করা হয়েছে এই বিশেষ মিউজিয়াম। ‘গ্যালারি অফ রেভলিউশনারিজ’ নাম দিয়ে মহারাষ্ট্র রাজভবন-এ এই মিউজিয়াম তৈরি করা হয়েছে।

শুধু ভারতের স্বাধীনতা সংগ্রামীদের কাহিনিই নয়, প্রথম বিশ্বযুদ্ধের আগের যুগের ব্রিটিশ বাঙ্কার সহ নানা জানিস দেখার সুযোগ পাওয়া যাবে এই মাটির তলার যাদুঘরে।

প্রাথমিকভাবে এখানে মহারাষ্ট্রের যেসব স্বনামধন্য মানুষ স্বাধীনতা সংগ্রামে তাঁদের অনন্য ভূমিকার পরিচয় দিয়েছিলেন তাঁদের কথা তুলে ধরা হবে। এছাড়াও দেশের অন্য স্বাধীনতা সংগ্রামীদের কথাও সামনে আনা হবে। আজাদি কি অমৃত মহোৎসবের আওতায় এই মিউজিয়ামকে আনা হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *