National

জুয়ায় স্ত্রীকে বাজি রেখে হার, ধর্ষণের শিকার স্ত্রী!

Published by
News Desk

জুয়ায় স্ত্রীকে বাজি ধরে হেরে গেছেন তাঁর স্বামী। সেকথা এক ৩৮ বছরের মহিলাকে জানায় ২ ব্যক্তি। জানায় জুয়ায় হারার পর এবার ওই মহিলার ওপর তাদের অধিকার। তারপর ওই ২ ব্যক্তি তাঁকে ধর্ষণ করে। ইন্দোরের এক মহিলার এই দাবি চমকে দিয়েছে গোটা দেশকে। মহাভারতে দ্রৌপদীকে পাশায় হেরেছিলেন পাণ্ডবরা। ভরা সভায় চুলের মুঠি ধরে জুয়ায় জেতা দ্রৌপদীকে টেনে এনে তাঁর বস্ত্রহরণ করে দুর্যোধন। সে যাত্রায় নারীর সম্মান রক্ষা করেছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। কিন্তু ইন্দোরের ওই মধ্যবয়সী মহিলার সম্ভ্রম রক্ষা করার কেউ ছিল না। তাই তাঁকে ধর্ষণের শিকার হতে হয়।

ঘটনার পর থেকেই স্বামীর সঙ্গে সম্পর্ক ত্যাগ করে আলাদা থাকছেন ওই মহিলা। পুলিশের কাছে স্বামী সহ ওই ২ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছেন। অভিযুক্তদের সমনও পাঠিয়েছে পুলিশ। তাদের বয়ান দিতে পুলিশে স্টেশনে হাজির হতে বলা হয়েছে।

Share
Published by
News Desk