National

বিআর আম্বেদকরকে সাক্ষী রেখে বিয়ে করলেন ২ আইএএস আধিকারিক

এঁরা বিয়ে করলেন বিআর আম্বেদকরকে সাক্ষী রেখে। এটাই তাঁদের সংবিধান প্রণেতার প্রতি শ্রদ্ধার্ঘ্য। এঁরা ২ জনই আইএএস আধিকারিক। তবে বিয়েটা করলেন একদম অভিনব উপায়ে।

২ জনই সরকারের বড় পদে রয়েছেন। হওয়াটাই স্বাভাবিক। পাত্রী অর্থ দফতরের জয়েন্ট সেক্রেটারি আর পাত্র ডিপার্টমেন্ট অফ আর্কিওলজি অ্যান্ড মিউজিয়াম-এর ডিরেক্টর। হওয়াটাই স্বাভাবিক। কারণ ২ জনই আইএএস আধিকারিক।

এঁরা ২ জন এবার গাঁটছড়া বাঁধলেন। তবে বিয়েটা হল একদম অভিনব উপায়ে। তাঁদের বিয়েতে সাক্ষী রইলেন বিআর আম্বেদকর।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

সংবিধান প্রণেতা বিআর আম্বেদকরের একটি ছবি রাখা ছিল বিবাহ অনুষ্ঠানের জায়গায়। ছবিতে ছিল মালা পরানো। সেই ছবির সামনে দাঁড়িয়েছিলেন পাত্রী টিনা দাবী ও পাত্র প্রদীপ গাওয়ান্দে।

জয়পুরে তাঁদের এই বিয়েতে ২ জনের পরনে ছিল সাদা পোশাক। বিয়েটা তাঁরা সারলেন একদম অন্যভাবে। যা সোশ্যাল মিডিয়ায় বহুচর্চিত হয়েছে। বিয়েটা নিজেদের ভাবনায় করলেও তাঁরা পরিবার, বন্ধু, আত্মীয়দের নিয়ে অনুষ্ঠান করেছেন একটি পাঁচতারা হোটেলে।

প্রসঙ্গত টিনা দাবী হলেন প্রথম দলিত মহিলা যিনি আইএএস-এ সেরা হন। তিনি এর আগেও বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। স্বামী ছিলেন আইএএস-এ দ্বিতীয় স্থানাধিকারী। সেই বিয়ে ২০২১ সালে ভেঙে যায়। ডিভোর্স হয়ে যাওয়ার পর এবার টিনা দাবী বিয়ে করলেন প্রদীপ গাওয়ান্দেকে।

বিয়ে তো এমন অনেক হচ্ছে। কিন্তু টিনা দাবী ও প্রদীপ গাওয়ান্দের বিয়েটা সারা ভারতে চর্চার বিষয় হয়ে উঠেছে বিআর আম্বেদকরকে সামনে রেখে। যেখানে ২ জন বিআর আম্বেদকরকে সাক্ষী রেখে একে অপরের সঙ্গে সারা জীবন কাটানোর শপথ গ্রহণ করেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *