National

আগুনের কবলে বাঘদের নিশ্চিন্ত আশ্রয়

এ জায়গা নিতান্তই তাদের। সেখানে অবাধে ঘুরে বেড়ায় তারা। সেই নিশ্চিন্ত বিচরণ ক্ষেত্র আচমকা জ্বলে উঠল দাউদাউ করে। নেভাতে ডাকা হল বায়ুসেনা।

বিস্তীর্ণ এলাকা জুড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। পরিস্থিতি মোকাবিলায় বায়ুসেনার ২টি হেলিকপ্টার পাঠানো হয় ঘটনাস্থলে। আগুন নেভানোর কাজ শুরু করে বায়ুসেনা।

অগ্নিকাণ্ডের এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের সারিস্কা টাইগার রিজার্ভে। আলোয়ার জেলা প্রশাসন সহযোগিতা চাওয়ার পর বায়ুসেনার ২টি এমআই-১৭ ভি-৫ হেলিকপ্টারকে আগুন নিয়ন্ত্রণে কাজে লাগানো হয়।

এখনও পর্যন্ত আগুন নেভানোর কাজ চলছে বলে জানা গিয়েছে। নিকটবর্তী গ্রামগুলির বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

আগুন লাগার ঘটনাটি ঘটে গত সোমবার সন্ধ্যায়। আবহাওয়া শুষ্ক থাকায় ওই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কী কারণে সারিস্কা টাইগার রিজার্ভে আগুন লাগল তা এখনও জানা যায়নি। প্রশাসন জানিয়েছে তদন্তে সবদিক খতিয়ে দেখা হবে। এই আগুনে বাঘদের কোনও ক্ষতি হয়েছে কিনা তাও দেখা হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button