National

বিয়ের ব্যবস্থা করে দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ৩ মহিলাসহ ৬

সম্প্রতি এক ব্যক্তি পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে ৩ মহিলাসহ ৬ জন প্রতারককে গ্রেফতার করল পুলিশ।

বিয়ের ব্যবস্থা করে দেওয়ার নাম করে প্রতারণা চালিয়ে যাচ্ছিল একটি চক্র। পুলিশি অভিযানে সেই চক্রের ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ৬ জনের মধ্যে ৩ জন মহিলা।

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। গ্রেফতার করা হয় অভিযুক্তদের। পুলিশ জানিয়েছে ২টি জায়গা থেকে মোট ৬ জনকে প্রতারণা চক্রটির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি উত্তরপ্রদেশের। রাজ্যের আজমগড় থেকে ৩ জন ও আম্বেদকর নগর থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

সম্প্রতি সতবীর প্রজাপতি নামে এক ব্যক্তি হরিয়ানা পুলিশের কাছে একটি এফআইআর দায়ের করেন। হরিয়ানার হিসারের বাসিন্দা সতবীর অভিযোগ করেন তাঁর ভাইয়ের বিয়ের ব্যবস্থা করার আশ্বাস দিয়ে তাঁর কাছ থেকে ৬০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে কয়েকজন।

অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমে পুলিশ হদিশ পায় এই চক্রের। পুলিশ জানিয়েছে চক্রটি নববধূর গয়না ও নগদ টাকাও মওকা বুঝে হাতিয়ে নিয়ে চম্পট দিত। ধৃতদের বিরুদ্ধে এর আগে কী ধরনের অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *