National

ডিভাইডারে ধাক্কা মেরে বাইক গড়িয়ে পড়ল ৩৫ ফুট নিচে, মৃত ২, আশঙ্কাজনক ১

ছুটে আসা বাইক হারাল নিয়ন্ত্রণ। সোজা গিয়ে ধাক্কা মারল ডিভাইডারে। ধাক্কা মেরে উল্টে গেল বাইক। আছড়ে পড়ল ৩৫ ফুট নিচে।

রাস্তায় বেরোনোর পর অনেক সময়ই গাড়ির চালকরা ভুলে যান পথ নিরাপত্তা সম্পর্কিত বিধিনিষেধগুলি। কেবলমাত্র সচেতনতার অভাবেই পথ দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যুর ঘটনা ঘটে।

নয়ডায় এক পথ দুর্ঘটনায় ২ জন মারা গিয়েছেন। ১ জন গুরুতর জখম হয়েছেন। এঁরা ৩ জনই বাইক আরোহী। বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে দাদরি রেলওয়ে ফ্লাইওভারের ডিভাইডারে। এরপর সেটি ৩৫ ফুট নিচে গিয়ে পড়ে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

মৃতদের ১ জনের নাম বিকাশ। বয়স ২১ বছর। এই তরুণ গৌতম বুদ্ধ নগর ইকোটেকের বাসিন্দা। মৃত দ্বিতীয় ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি। তাঁকে সনাক্তকরণের চেষ্টা চলছে।

৩ জন একই বাইকে সওয়ার ছিলেন। আহত ব্যক্তির অবস্থা সংকটজনক। হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। ওই যুবকের বয়স ২৫ বছর।

পুলিশ জানিয়েছে, বাইক আরোহী ওই যুবকরা মদ্যপ অবস্থায় ছিলেন। এর জেরে দুর্ঘটনাটি ঘটছে হোলির উৎসবের ছন্দ কেটে।

অল্পবয়স্ক কিছু চালক গাড়ি বা বাইক চালানোর সময়ে পথ নিরাপত্তা বিধির কোনও তোয়াক্কা করেন না। অথচ সরকার লাগাতার ভাবে পথ নিরাপত্তা বিধিগুলি মেনে চলতে আবেদন জানাচ্ছে। এতে অনেকেই কান না দেওয়ায় পথ দুর্ঘটনার জেরে অকালে ঝরে যাচ্ছে তাজা প্রাণ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *