National

এ বাগান সাধারণ বাগান নয়, একদম অন্য বাগানে ঘুরলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী

দেখতে আর পাঁচটা সাজানো বাগানের মত। কিন্তু আদপেও এ বাগান সাধারণ বাগান নয়। সেই অন্য বাগানে ঘুরলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

মঙ্গলবার সকালে এক সাজানো সুন্দর বাগানে ঘুরতে দেখা যায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। স্বাস্থ্যের জন্য বাগানে ঘোরা উপকারি বটে। তবে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর মত ব্যস্ত মানুষদের এই বাগানে ঘোরার পিছনে রয়েছে একদম অন্য কারণ।

৬.৬ একর জমিতে তৈরি হয়েছে এই বাগান। বাগানটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যে দেখলে মনে হবে কোনও মানুষ যোগ মুদ্রায় বসে আছেন।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

ভারতের বুকে ঠিক এই রকম একটি বাগান এই প্রথম তৈরি হল। যা এদিন রাষ্ট্রপতি নিজে উদ্বোধন করেন। তারপর প্রধানমন্ত্রীকে নিয়ে ঘুরে দেখেন বাগানের আনাচকানাচ।

যেখানে এমন এমন গাছ রয়েছে যা একই প্রাঙ্গণে সচরাচর দেখা যায়না। এ বাগানের কোণায় কোণায় ছড়িয়ে আছে মানবজীবনের জন্য অতি উপকারি পাতা, শিকড়, ফুল।

এই বাগানের নাম দেওয়া হয়েছে আরোগ্য বনম। যেখানে রয়েছে ২১৫ রকমের গাছগাছড়া। প্রতিটি গাছের কিন্তু গুরুত্ব অপরিসীম। প্রাচীন ভারতীয় আয়ুর্বেদ চিকিৎসায় এই প্রতিটি গাছের উপকারিতার উল্লেখ রয়েছে।

প্রতিটি গাছ মানুষের রোগমুক্তির বিশল্যকরণী নিয়ে তৈরি। এছাড়া বাগানটিতে রয়েছে যোগাসন করার সুবিধা। রয়েছে সাজানো ফোয়ারা, পদ্ম পুকুর।

দিল্লির রাষ্ট্রপতি ভবন চত্বরেই তৈরি হয়েছে এই বাগানটি। যা সাধারণ মানুষ আগামী দিনে চাক্ষুষ করার সুযোগ পাবেন। এদিন উদ্বোধনের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এই বাগানের চারধার বেশ কিছুটা সময় ঘুরে দেখেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *