National

ভাঙল প্রাচীন সূর্য ঘড়ি, বেপাত্তা ধাতব পাত

একটা সময় ছিল যখন সূর্যের ছায়া দেখে বোঝা যেত সময়। দেশের এমনই এক ঐতিহ্য প্রাচীন সূর্যঘড়ি ভেঙে তছনছ হল ধাতব পাতের জন্য।

সূর্যের ছায়া সময়ের সঙ্গে সঙ্গে বদলায়। সেই বদল বুঝিয়ে দেয় তখন সময় কত। এই ছায়াকে নির্ভুলভাবে তুলে ধরত প্রাচীন সূর্যঘড়ি। অনেক নিখুঁত মাপজোক সৃষ্টি করত একটি সূর্যঘড়ির। যা যেকোনও দেশের প্রাচীন ঐতিহ্যও বটে।

এমনই একটি সূর্যঘড়ির জন্য একটি শহর ভারতে বিখ্যাত। বিহারের দেহরি শহরের পরিচিতিই দাঁড়িয়ে আছে তার সূর্যঘড়ির জন্য। যা দেখতে বহু মানুষ ভিড় জমান।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

একটি পাথরের ইটের গাঁথনির ওপর ষড়ভুজ আকৃতির পাথর বসানো। তার ওপর নিখুঁত মাপে তৈরি হয়েছে সূর্য ঘড়ি। ঘড়িটিতে অনেক দাগ কাটা সময় বোঝানোর জন্য। আর মাঝের বিন্দু থেকে একটি ত্রিভুজ আকৃতির একটি পিতলের মোটা পাত লাগানো। খোলা আকাশের নিচেই এর অবস্থান। কারণ সূর্যের আলো তার ওপর সঠিকভাবে পড়া জরুরি।

দেহরির জলসম্পদ দফতরের চত্বরে রয়েছে এই প্রাচীন সূর্যঘড়ি। জায়গাটির চারধারে প্রশাসনের উচ্চপদস্থ মানুষের বাস। শান্ত সুন্দর এলাকা। সেখানেই রাতের অন্ধকারে তছনছ হয়ে গেল প্রাচীন সূর্যঘড়িটি। তা ভেঙে তার ওপর বসানো পিতলের পাত নিয়ে পালিয়েছে কে বা কারা!

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কিন্তু যে ক্ষতি সূর্য ঘড়িটির হল তা চোর ধরতে পারলেও পূরণীয় নয় বলে মনে করছেন সকলে।

চোরের দল কেবল একটি পিতলের পাতের জন্য এত বড় ক্ষতি করবে এটা মেনে নিতে পারছেন না অনেকেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *