National

সরকারি ছাড়ে ভোটের মুখে ২১ দিনের জন্য জেলের বাইরে স্বঘোষিত ধর্মগুরু

দরজায় কড়া নাড়ছে ভোট। আর কটা দিনের অপেক্ষা। তার আগেই ২১ দিনের জন্য জেল থেকে ছাড়া পেয়ে গেল স্বঘোষিত ধর্মগুরু। যা নিয়ে কানাঘুষো শুরু হয়েছে।

Published by
News Desk

যেখানে রাজ্যে ভোটগ্রহণ কার্যত কিছু দিনের অপেক্ষা, সেখানে ২০ বছরের জন্য সাজাপ্রাপ্ত এক স্বঘোষিত ধর্মগুরুর জেলের বাইরে আসা নিয়ে কানাঘুষো শুরু হয়েছে। নিজেরই ২ শিষ্যার সঙ্গে জোর করে দৈহিক সম্পর্কে লিপ্ত হওয়ার অভিযোগে এই স্বঘোষিত ধর্মগুরু রাম রহিমের ২০ বছরের কারাদণ্ড হয়েছে। এছাড়াও তার আজীবন কারাবাসের নির্দেশ হয়েছে তারই এক ম্যানেজারকে হত্যার অভিযোগে।

এমন এক অপরাধী ২০১৭ সালে জেলবন্দি হওয়ার পর কিন্তু মাঝে মাঝেই জেল থেকে প্যারোলে বাইরে বেরিয়ে আসছে। এর আগেও ৩ বার রাম রহিম বাইরে বেরিয়েছে।

এরমধ্যে একবার সে বাইরে আসে অসুস্থ মাকে দেখতে। এবার ফের গুরুগ্রামে তার পরিবারের সঙ্গে দেখা করতে তাকে ২১ দিনের জন্য জেলের বাইরে আসার ছাড়পত্র দিয়েছে হরিয়ানা সরকার। যা নিয়ে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে।

হরিয়ানার কারামন্ত্রী রঞ্জিত চৌটালা অবশ্য দাবি করেছেন একেবারেই আইন মেনে জেল থেকে বাইরে এসেছে রাম রহিম। আইনত যা হওয়ার হয়েছে। এতে তাঁদের কিছু করার নেই। রাম রহিম তার অধিকারের ভিত্তিতে বাইরে এসেছে।

তবে রাজনৈতিক বিশেষজ্ঞেরা বলছেন, রাম রহিমের অনেক অনুগামী রয়েছেন পঞ্জাবে। আর পঞ্জাবে আগামী ২০ ফেব্রুয়ারি ভোট। এই ভোটে প্রভাব পড়তে পারে রাম রহিমের বাইরে আসা। রাম রহিম তার অনুগামী ভোটারদের প্রভাবিত করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk