National

তাঁর দলের নেতাকে হেমা মালিনী বানিয়ে দেওয়ার অফার দেন অমিত শাহ, দাবি জয়ন্তের

তাঁর দলেরই এক নেতাকে হেমা মালিনী বানিয়ে দেওয়ার অফার দিয়েছিলেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে দাবি করলেন জয়ন্ত চৌধুরি। যা বিজেপিকে কিছুটা অস্বস্তিতে ফেলেছে।

খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নাকি তাঁর দলের নেতাকে বিজেপিতে যোগ দেওয়ার অফার দিয়েছিলেন। বিজেপিতে যোগ দিলে তাঁকে হেমা মালিনী বানিয়ে দেওয়ার কথাও বলেছিলেন অমিত শাহ। এমনই দাবি করে হৈচৈ ফেলে দিলেন রাষ্ট্রীয় লোক দল নেতা জয়ন্ত চৌধুরি।

তিনি ভোট প্রচারের প্রকাশ্য মঞ্চ থেকে দাবি করেন, তাঁদের দলের অন্যতম নেতা যোগেশকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির অন্যতম মুখ অমিত শাহ অফার দেন তিনি যদি বিজেপিতে যোগ দেন তাহলে তাঁকে হেমা মালিনী বানিয়ে দেবেন।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

জয়ন্তের দাবি তিনি হেমা মালিনী হতে চান না। তাঁর পাল্টা প্রশ্ন হেমা মালিনী বানানোর দরকার নেই, বিজেপি সাধারণ মানুষের জন্য কি করবে বলতে হবে।

লখিমপুর খেরিতে যে ৭ কৃষকের মৃত্যু হয়েছিল তাঁদের পরিবারের জন্য কী করেছে বিজেপি? একথা তিনি জানতে চান। জয়ন্ত চৌধুরির মতে, তিনি চারআনা পয়সা নন যে তাঁকে সহজেই ঘোরানো যাবে।

উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে রাষ্ট্রীয় লোক দলের সঙ্গে জোট হয়েছে সমাজবাদী পার্টির। পশ্চিম উত্তরপ্রদেশে জাঠ নেতা হিসাবে যথেষ্ট ক্ষমতা রয়েছে জয়ন্ত চৌধুরির।

এদিকে এর আগেও এই জোট ভাঙতে অমিত শাহ বলেছিলেন, যদি ভোটে জিতে সমাজবাদী পার্টি ক্ষমতায় আসে তাহলে গদিতে বসবেন আজম খান আর জয়ন্ত চৌধুরিকে সরিয়ে দেওয়া হবে। যদিও এই রাজনৈতিক চালে সমাজবাদী পার্টি ও রাষ্ট্রীয় লোক দলের জোট ভাঙেনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *