National

ব্যাঙ্কের লকার থেকে উদ্ধার ৫০০ কোটি টাকা দামের পান্নার শিবলিঙ্গ

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের হানা। তারপরই উদ্ধার হল একটি শিবলিঙ্গ। যা তৈরি করা হয়েছে পান্না দিয়ে। যার দাম শুনে খোদ পুলিশের চোখ কপালে উঠেছে।

গোপন সূত্রেই এসেছিল খবরটা। এক পরিবারের কাছে রয়েছে এই অতিপ্রাচীন শিবলিঙ্গ। পুলিশের কাছে খবরটি যেতেই তারা তদন্তে নামে।

যে ব্যক্তির জিম্মায় ওই শিবলিঙ্গ রয়েছে সেই সামিয়াপ্পানের বাড়িতে হাজির হয় পুলিশ। আশির ওপর বয়স সামিয়াপ্পানের। তিনি কথা বলার মত অবস্থায় ছিলেন না। তাঁর হয়ে কথা বলেন তাঁর ছেলে এনএস অরুণ।‌

অরুণ জানান তাঁর বাবা একটি শিবলিঙ্গ তাঁদের ব্যাঙ্কের লকারে রেখে দিয়েছেন বলে তিনি জানেন। এর চেয়ে বেশি কিছু তাঁর জানা নেই।

এই খবর পাওয়ার পর তামিলনাড়ুর তাঞ্জাভুরে ওই ব্যাঙ্কের লকার খোলায় পুলিশ। তার মধ্যে থেকে উদ্ধার হয় ১টি পান্নার শিবলিঙ্গ।

৮ সেন্টিমিটার লম্বা এই শিবলিঙ্গটির ওজন ৫০০ গ্রাম। এটি প্রায় ১ হাজার বছরের পুরনো বলে মনে করা হচ্ছে। পুলিশ এর মূল্য কত জানতে গেলে জানতে পারে শিবলিঙ্গটির বর্তমানে মূল্য প্রায় ৫০০ কোটি টাকা! যা শুনে কার্যত পুলিশও থ হয়ে গেছে।

এদিকে তাঞ্জাভুরের একটি মন্দির থেকে ২০১৬ সালে ১টি শিবলিঙ্গ চুরি গিয়েছিল। এই সেই চুরি যাওয়া শিবলিঙ্গ কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

এটাও দেখা হচ্ছে যে তামিলনাড়ুর কয়েকটি মন্দির থেকে আশির দশকে কয়েকটি শিবলিঙ্গ চুরি গিয়েছিল। তার কোনওটি এটি কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

সামিয়াপ্পান এই মূর্তি কোথা থেকে পেলেন তাও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। তবে পুলিশ জানিয়েছে তাদের তদন্তে পুরো সহযোগিতা করছেন অরুণ ও তাঁর পরিবার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *